Home Bengal বিজেপির মহিলা নেত্রীর মাথায় কোপ, আনন্দপুর থানায় অবস্থানে দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী

বিজেপির মহিলা নেত্রীর মাথায় কোপ, আনন্দপুর থানায় অবস্থানে দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী

by Mahanagar Desk
25 views

মহানগর ডেস্ক : শনিবার রাতে দক্ষিণ কলকাতার আনন্দপুরে বিজেপির মন্ডল সভানেত্রী সরস্বতী সরকারকে মাথায় অস্ত্রের আঘাতের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনার জেরে দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী রবিবার আনন্দপুর থানায় বিজেপি কর্মীদের নিয়ে অবস্থান বিক্ষোভে বসেছেন। প্রার্থীর দাবি দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। এই বিক্ষোভ অবস্থানে আক্রান্ত সরস্বতী সরকারও রয়েছেন।

এদিকে এই ঘটনায় তৃণমূলের উপর অযথা অভিযোগ করা হচ্ছে বলে স্থানীয় ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার সুশান্ত ঘোষ দাবি করেছেন। তিনি বলেন, “রাত ১২টার পর কেন ব্যানার, পোস্টার লাগানো হচ্ছিল? যিনি আক্রান্ত বলে দাবি করা হচ্ছে তিনি অন্য জায়গায় ছিলেন। তবে এই ঘটনায় তৃণমূল জড়িত নয়। যা হয়েছে, অন্যায় হয়েছে।”

এই ঘটনায় বিজেপি মুখপাত্র ও রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, ” কলকাতার মতো জায়গায়, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিন জিতে আসা কেন্দ্র সেখানে রাতে পোস্টার লাগাতে এসে মহিলা বিজেপি কর্মী আক্রান্ত হওয়ার ঘটনা প্রমাণ করছে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোন পর্যায়ে পৌঁছেছে। আমাদের যাদের বিরুদ্ধে লড়াই তারা কোনও রাজনৈতিক দল নয়, একটা দুস্কৃতীদের সংগঠন, তাই এসব ঘটছে।”
এই ঘটনায় থানার সামনে অবস্থানটত অবস্থায় দেবশ্রী চৌধুরী বলেন, “আমরা দোষীদের শাস্তি চাই। থানার ওসি-র এখানে আসতে হবে।”
আক্রান্ত সরস্বতী সরকার বলেছেন, “আমরা যখন শনিবার রাতে পোস্টার, ব্যানার লাগাচ্ছিলাম, তখন অতর্কিতে তৃণমূলের কিছু লোকজন আমাদের উপর আকৃরমণ চালায়। প্রথমে দুজন পুরুষের উপর হামলা হয়। আমি ভেবেছিলাম, আমি তে মহিলা তাই হয়তো ছাড় পাবো। কিন্তু আমার মাথায় মাংস কাটার কাটারি দিয়ে আঘাত করে তৃণমূলের দুস্কৃতীরা।”

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved