Home Kolkata লিপস অ্যান্ড বাউন্ডস এর আসল সত্য জানতে চাইছে ইডি 

লিপস অ্যান্ড বাউন্ডস এর আসল সত্য জানতে চাইছে ইডি 

by Mahanagar Desk
1 views

কলকাতা:  লিপস অ্যান্ড বাউন্ডসের KYC কার নামে রয়েছে তা নিয়ে চলছে ব্যাংক তল্লাশি। এই তল্লাশির প্রকৃত তথ্য জানতে চাইছেকেন্দ্রীয় তদন্তকারী সংস্থা  ইডি। তদন্তকারী গোয়েন্দারা সোমবার রাতে এই সংস্থার তল্লাশি চালায়। ১৮ ঘণ্টা তল্লাশি করার পর উদ্ধার হয় একগুচ্ছ নথি,হার্ড ডিস্ক। সেই নথিগুলো খুঁটিয়ে খুঁটিয়ে বিচার করা হচ্ছে। এবার ইডির নজর পড়েছে সংস্থার ব্যাংক অ্যাকাউন্টের উপর।ব্যাংক অ্যাকাউন্টের বিভিন্ন তথ্য খুঁটিতে দেখবে তদন্তকারীরা।

সোমবারের তল্লাশির পর যে দুটি হার্ড ডিস্ক পাওয়া গিয়েছে সেই হার্ড ডিস্ক থেকে কি এমন গোপন তথ্য বেরিয়ে আসতে চলেছে তারই অপেক্ষা করছে গোয়েন্দারা। সেন্টার ফরেনসিক সায়েন্স ল্যাবরটরিকে দিয়ে সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হচ্ছে। সূত্র থেকে খবর পাওয়া গিয়েছে যে লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার তরফ থেকে মোট পাঁচটি ব্যাংক অ্যাকাউন্টের হদিস মিলছে। ২০১২ সাল থেকে মোট কি কি লেনদেন হয়েছে তার একটি তালিকা নেওয়া হচ্ছে ব্যাংকের কাছ থেকে।এছাড়াও ব্যাংকের KYC কার নামে রয়েছে তার খবর নেওয়া হবে ব্যাংক থেকে।

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রকে। তিনি ছিলেন এই লীপস অ্যান্ড বাউন্ডসের কর্মী।এই সূত্র ধরেই চলছে  তল্লাশি । গত ২০এবং ২১ আগস্ট তল্লাশি চালিয়ে বেরিয়ে আসে বেশ কিছু নথি।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved