মহানগর ডেস্ক: ব্যাঙ্গালোরের আলুরে এশিয়া কাপের আগে বৃহস্পতিবার থেকে ভারতীয় দলের শিবির শুরু হয়েছে। যেখানে প্রথম দিনেই সমস্ত ক্রিকেটারেদর ইয়ো-ইয়ো পরীক্ষা দিতে হয়েছে। কিন্তু সমাজ মাধ্যমে নিজের ফিনটেস লেভেলের গোপন তথ্য ফাঁস করেন প্রাক্তন ভারত অধিনায়ক।তিনি নিজের ইয়ো-ইয়ো টেস্টের ফল সকলকে জানান।
বৃহস্পতিবার ইনস্টাগ্রাম স্টোরিতে হাসি হাসি মুখের একটি ছবি দিয়ে বিরাট লিখেছিলেন, “কঠিন চ্যালেঞ্জ নিয়ে ইয়ো ইয়ো পরীক্ষার পাস করে যাওয়ার আনন্দ। ১৭.২ স্কোর।” টিম ম্যানেজমেন্ট কোয়ালিফিকেশনের প্যারামিটার রেখেছে ১৬.৫। বিরাটের স্কোর তার থেকে ৭ পয়েন্ট বেশি। এই পোস্টের মধ্য দিয়ে নিজের ফিটনেস লেভেলকে প্রকাশ্যে আনেন প্রাক্তন ভারত অধিনায়ক।
আরও পড়ুন: পুষ্পার মুকুটে নয়া পালক, জাতীয় পুরস্কার অর্জন করলেন দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন
কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড বিষয়টি মোটেই ভালো নজরে দেখছে না।সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যমে বোর্ডের একটি সূত্র জানিয়েছেন, “খেলোয়াড়দের মৌখিকভাবে জানানো হয়েছে যে সমাজ মাধ্যমে কোনও গোপনীয় বিষয় পোস্ট করা থেকে বিরত থাকতে হবে। তারা প্রশিক্ষণের সময় ছবি পোস্ট করতে পারে, কিন্তু স্কোর পোস্ট করা চুক্তির শর্তাবলী লঙ্ঘন করবে।”তবে কঠোর পদক্ষেপ আপাতত নেওয়া হয়নি।বিরাটকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।
প্রসঙ্গত, বিরাট অধিনায়ক থাকাকালীন তিনি ভারতীয় ক্রিকেটে ফিটনেস বিপ্লব এনেছিলেন। প্রত্যেক ক্রিকেটারের জন্য তাঁর সময়েই বোর্ড ইয়ো-ইয়ো টেস্ট বাধ্যতামূলক করেছিল।সেই ধারা এখনও চলে আসছে। টিম ইন্ডিয়ার জার্সি পড়তে হলে ইয়ো ইয়ো টেস্টে পাশ করা বাধ্যতামূলক। এশিয়া কাপের প্রস্তুতি শিবিরের শুরুতেই ক্রিকেটারদের এই পরীক্ষা নেওয়া হয়।