Home Breaking News অলিম্পিক পদকজয়ী বক্সার Mary Kom নিলেন অবসর, কিন্তু কেন ?

অলিম্পিক পদকজয়ী বক্সার Mary Kom নিলেন অবসর, কিন্তু কেন ?

by Mahanagar Desk
31 views

মহানগর ডেস্ক: অলিম্পিক্সে পদকজয়ী ভারতের মহিলা বক্সার মেরি কম অবশেষে নিয়মের কারণে নিজের বক্সিং গ্লাভসকে তুলে রাখার সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন। আর বক্সিং রিংয়ে নামবেন না মেরি কম। শেষ পর্যন্ত বক্সিং থেকে অবসর নিলেন তিনি। মেরি কম নিজেই অবসরের ঘোষণা করেছেন। মেরি কম ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন। এছাড়াও মেরি কম ২০১২ সালের অলিম্পিক গেমসেও পদক জিতেছেন।

অবসর ঘোষণা করলেন বক্সিংয়ে অলিম্পিক পদকজয়ী মেরি কম। নিয়ম অনুযায়ী পুরুষ ও মহিলা বক্সাররা ৪০ বছর বয়স পর্যন্ত অভিজাত প্রতিযোগিতাগুলিতে অংশ নিতে পারেন।আন্তর্জাতিক বক্সিং অ‌্যাসোসিয়েশনের তরফে নিয়ম এমনটাই। এখন ৪১ বছর মেরি কমের বয়স।বুধবার রাতে মণিপুরের এই প্রখ‌্যাত ক্রীড়াবিদ বলেন, ‘‘আমি আরও কিছুদিন রিংয়ে থাকতে চেয়েছিলাম। কিন্তু বয়সের কারণেই অবসরে বাধ‌্য হলাম।’’

বক্সিং ইতিহাসে অনেক রেকর্ড গড়েছেন মেরি কম। মেরি কম বিশ্বের প্রথম মহিলা বক্সার যিনি ছয়বার বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব জিতেছেন। একই সময়ে, মেরি কম ভারতের প্রথম মহিলা বক্সার যিনি ২০১৪ এশিয়ান গেমসে সোনা জিতেছেন। ২০১২ সালের লন্ডন অলিম্পিক্সে তিনি ব্রোঞ্জ পদক জিতেছিলেন। ২০০৬ সালে, মেরি কমকে পদ্মশ্রী এবং ২০০৯ সালে দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান, রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কারে ভূষিত করা হয়েছিল।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved