বিক্রম ব্যানার্জী: বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসার পর থেকেই প্রচুর সংখ্যালঘু হিন্দু ওপার বাংলার কাঁটা তার পেরিয়ে ভারতে প্রবেশ করার অভিযোগ উঠেছে। যার ফলে ভারতে অবৈধ শরণার্থী সংখ্যা ক্রমশ বাড়ছে। কাজেই সমস্যা এড়াতে সীমান্তবর্তী রাজ্যগুলিকে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সেই সাথে পশ্চিমবঙ্গকেও কড়া পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
অবৈধ অনুপ্রবেশকারী ঠেকাতে কড়া বার্তা আসামের মুখ্যমন্ত্রীর
সংবাদমাধ্যম সূত্রে খবর, বাংলাদেশী অনুপ্রবেশকারীদের প্রসঙ্গে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এক বিবৃতিতে তিনি জানান, ‘বাংলাদেশে সাম্প্রদায়িক অশান্তির কারণে মূলত সংখ্যালঘু হিন্দুদের ভারতে প্রবেশ নিয়ে চিন্তা থাকলেও আসলে যারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দেশে প্রবেশ করছে তাদের মধ্যে বেশিরভাগই রোহিঙ্গা মুসলমান।’
কাজেই বাংলাদেশী মুসলিম সহ অন্যান্য ধর্মের অনুপ্রবেশকারীদের নিয়ে সতর্ক থাকার কথা বলেছেন বিজেপির মুখ্যমন্ত্রী। সেই সাথে অনুপ্রবেশকারী রুখতে ত্রিপুরা ও আসাম সহ পশ্চিমবঙ্গকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। এদিন হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ‘আসামে একদল বাংলাদেশীকে আটক করা হয়েছিল। তারা সকলেই বেআইনিভাবে চোরা পথে ভারতে প্রবেশ করেছেন। আমি জানতে চাই সীমান্তে বিএসএফের কড়া নজরদারি থাকা সত্ত্বেও কীভাবে কাঁটাতার পেরিয়ে তারা ভারতে প্রবেশ করল।’
আসামের মুখ্যমন্ত্রীর আরও সংযোজন, ‘বিগত কয়েক মাসে ত্রিপুরা ও আসাম মিলিয়ে প্রায় 138 জন বাংলাদেশ থেকে ভারতে আগত অবৈধ অনুপ্রবেশকারীকে ধরা হয়েছে। অবৈধ বাংলাদেশিদের রুখতে সীমান্তবর্তী রাজ্যগুলিকে যৌথভাবে কাজ করতে হবে। আসাম ও ত্রিপুরার পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারকেও এই বিষয়ে কড়া নজর দিতে হবে। বিএসএফ ও রাজ্য পুলিশের সহযোগিতায় অনুপ্রবেশকারীদের সনাক্ত করছি আমরা। ভারতের প্রতিটি রাজ্যের সরকারকে এই বিষয়ে অবশ্যই সচেতন থাকার জন্য বলছি।’
আরও পড়ুন: দুই দলের সমর্থকদের সংঘর্ষে প্রাণ গেল এক ব্রাজিলিয়ান ফুটবল ভক্তের