বিক্রম ব্যানার্জী: ব্রাজিলের শীর্ষ লিগে শনিবার ক্রুজেইরোর বিপক্ষে মাঠে নামে আথলেতিকো পালমেইরাসের ফুটবলাররা। তবে গোটা ম্যাচে পালমেইরাসের বিরুদ্ধে এক ফোটাও জায়গা গড়ে উঠতে পারেনি ক্রুজেইরো বাহিনী। ফলত, প্রতিপক্ষের কাছে 3-0 ব্যবধানে হারের পর মাঠ ছাড়তে হয় তাদের। তবে বিষয়টি এখানেই থেমে যেতে পারত। যদিও তা হয়নি, বিরাট ব্যবধানে জিতে ক্রুজেইরোর সমর্থকদের ওপর চড়াও হয় পালমেইরাসের সমর্থকরা। যার ফলস্বরূপ দুই দলের সমর্থকদের সংঘর্ষে প্রাণ যায় এক ব্রাজিলিয়ান ফুটবল ভক্তের।
দুই দলের সমর্থকদের সংঘর্ষে প্রাণ গেল এক যুবকের
90 মিনিটের পর এক্সট্রা টাইমের খেলা শেষে পরাজয় স্বীকার করে হরিজন্তে ফিরছিলেন ক্রুজেইরোর সমর্থকরা। সেই উদ্দেশ্যে বাসেও চেপেছিলেন সকলে। তবে পরিস্থিতি যে এতটা জটিল হবে এ কথা কল্পনাতেও ভাবেননি কেউই। ক্রুজেইরোর সাপোর্টাররা ফিরতি পথ হয়েছেন এমন সময়ে তাদের ওপর চড়াও হয় পালমেইরাসের একাধিক উগ্র সমর্থক। দুই পক্ষের মধ্যে চলে তুমুল হাতাহাতি। সূত্রের খবর, প্রতিদ্বন্দ্বী দলের সমর্থকদের বাসে আগুন লাগিয়ে দেয় পালমেইরাসের সমর্থকরা। এদিকে বাকিরা ক্রুজেইরো সমর্থকদের লাথি ঘুষি, চর যে যা পারছে মারতে শুরু করেছে।
দুই পক্ষের তুমূল সংঘর্ষে প্রাণ যায় 30 বছর বয়সী এক ক্রুজেইরো সমর্থকের। একই সঙ্গে স্থানীয় গণমাধ্যমের তরফে 12 জন সমর্থকের হতাহতের খবর প্রকাশ্যে আনা হয়েছে। যদিও ইতিমধ্যেই সমর্থকদের করুন অবস্থার কথা জানিয়ে দুঃখ প্রকাশ করেছে ব্রাজিলিয়ান ফুটবল ক্লাব ক্রুজেইরো। সেই সাথে আরও বেশ কয়েকজনের আহত হওয়ার খবর জানিয়েছে ক্লাবটি। সমর্থকদের আহত হওয়ার ঘটনায় সামাজিক মাধ্যমে পোস্ট করে ক্রুজেইরো জানায়, ‘ফের ব্রাজিল সমর্থকদের সহিংসতার ঘটনায় আমরা গভীরভাবে দুঃখিত।’