Home National বিয়েবাড়িতে রসগোল্লা নিয়ে মারপিট করে আহত ৬

বিয়েবাড়িতে রসগোল্লা নিয়ে মারপিট করে আহত ৬

by Shreya Maji
22 views

মহানগর ডেস্ক: বিয়ে বাড়ি যায় সকলে আনন্দ করতে। তবে মাঝে মধ্যে টুকটাক ঝামেলা লেগেই থাকে।  কিন্তু   কখনও কি  শুনেছেন বিয়েবাড়িতে রসগোল্লা নিয়ে মারামারির কথা। অবাক হচ্ছেন তো শুনে। কিন্তু এমনটাই হয়েছে। একটি বিয়ের অনুষ্ঠানে রসগোল্লার অভাব নিয়ে সংঘর্ষে ৬ জন আহত হয়েছে, সোমবার পুলিশ এমনটাই জানিয়েছে।

উত্তরপ্রদেশে এই আজব ঘটনা ঘটেছে। রবিবার মধ্যরাতে শামসাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানানো হয়েছে। শামসাবাদ থানার এসএইচও অনিল শর্মা বলেন, “এই ঘটনায় ছয়জন আহত হয়েছে এবং একটি মামলা দায়ের করা হয়েছে। যারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন তারা বিপদমুক্ত।” তিনি আরও বলেছেন,  “রবিবার, ব্রিজভান কুশওয়াহার বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান ছিল… অনুষ্ঠানে একজন ব্যক্তি রসগোল্লার অভাব নিয়ে মন্তব্য করেছিলেন।”

জানা গিয়েছে বিয়েবাড়িতে রসগোল্লা কম পড়েছে এই খবর সামনে আসতেই অতিথিদের মধ্যে মারামারি শুরু হয়। রসগোল্লা নিয়ে সেই লড়াইয়ে ভগবান দেবী, যোগেশ, মনোজ, কৈলাশ, ধর্মেন্দ্র এবং পবন আহত হন। এসএইচও শর্মা বলেছেন গত বছর অক্টোবরে, ইটমাদপুরে একটি বিয়েবাড়িতে মিষ্টির অভাব নিয়ে লড়াইয়ে একজন ব্যক্তি নিহত হয়েছিলেন।

 

You may also like