Home Crime বাইক গ্যাংয়ের গুলিতে ফিল্মি কায়দায় খুন স্বর্ণ ব্যবসায়ী, চাঞ্চল্য এলাকাজুড়ে

বাইক গ্যাংয়ের গুলিতে ফিল্মি কায়দায় খুন স্বর্ণ ব্যবসায়ী, চাঞ্চল্য এলাকাজুড়ে

by Mahanagar Desk
4 views

মহানগর ডেস্ক: একেবারে ফিল্মি কায়দায় শুটআউট কোলাঘাটে! এক স্বর্ণ ব্যবসায়ীকে জাতীয় সড়কের উপর গুলি করে দুষ্কৃতীরা খুন করল। ওই ব্যবসায়ীর থেকে সোনা ও টাকা লুঠ করে চম্পট দেয় দুষ্কৃতীরা।এরপর,এলাকার মানুষ গুলির আওয়াজে ঘটনাস্থলে ছুটে আসেন।মৃত স্বর্ণ ব্যবসায়ীর নাম সমীর পড়িয়া (৩৭)।

সূত্রের খবরে জানা গিয়েছে, এই ঘটনাকে ঘিরে সোমবার রাতে তীব্র উত্তেজনা ছড়ায় কোলাঘাটের দেউলবাড় এলাকায়।ঘটনার প্রতিবাদ জানিয়ে মৃতদেহ আটকে রেখে আতঙ্কিত গ্রামবাসীরা দীর্ঘক্ষণ যাবৎ বিক্ষোভ দেখাতে শুরু করেন জাতীয় সড়ক অবরোধ করে।এর ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়ক জুড়ে।পরে দেহ উদ্ধার করে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ এসে।

মৃত ব্যক্তি পাঁশকুড়া থানার উত্তর জিঞাদা এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৬ নম্বর জাতীয় সড়কের পাশে বাড়ি থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে স্থানীয় জিঞাদা বাজার এলাকাতে একটি সোনার দোকান রয়েছে তার। দোকান বন্ধ করে সাড়ে ৮টা নাগাদ প্রতিদিনের মতো জাতীয় সড়ক ধরে বাড়ি ফিরছিলেন তিনি বাইক চালিয়ে।এরপর,দুষ্কৃতীদের একটি দল জাতীয় সড়কের ওপর কোলাঘাট থানার দেউলবাড়ে নির্জন এলাকায় আক্রমণ চালায় তাঁর ওপর।

You may also like