Home National পাতা ছিঁড়ে ধর্মগ্রন্থের অবমাননা! কঠিন শাস্তি পেল নাবালক

পাতা ছিঁড়ে ধর্মগ্রন্থের অবমাননা! কঠিন শাস্তি পেল নাবালক

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

by Pallabi Sanyal
5 views

মহানগর ডেস্ক : ধর্মগ্রন্থের চরম অবমাননা করে কঠিন শাস্তি পেল নাবালক। পাঞ্জাবের বান্দালা গ্রামে অবস্থিত একটি গুরুদ্বারে গুরু গ্রন্থ সাহিবের কয়েকটি পাতা ছিঁড়ে ফেলার অপরাধে বেধড়ক পিটিয়ে মেরে ফেলা হল ওই নাবালককে।

জানা গিয়েছে,বকশিশ সিং নামে পরিচিত ওই কিশোর একটি গুরুদ্বার প্রাঙ্গণে প্রবেশ করার পর পবিত্র ধর্ণগ্রন্থের কয়েকটি পাতা ছিঁড়ে ফেলে বলে অভিযোগ। তারপর পালানোর চেষ্টা করে বলে অভিযোগ। সেই সময় কিছু লোক তাকে ধরে ফেলে এবং কথিত ঘটনার খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসীরা দুরুদ্বারে জড়ো হন ও যুবককে মারধর করেন। জখম অবস্থায় এরপর ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই কিশোরের। এমনই খবর পুলিশ সূত্রে।

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পৌঁছন সিনিয়ার পুলিশ সুপার সৌম্য মিশ্র সবহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।শ্রী গুরু গ্রন্থ সাহিব সৎকার কমিটির চেয়ারম্যান লখবীর সিং-এর দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ ভারতীয় দণ্ডবিধির ২৯৫-এ ধারার অধীনে বকশীশ সিংয়ের বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করেছে।অন্যদিকে, নিহত বকশিশ সিংয়ের বাবা লখবিন্দর সিং জানিয়েছেন, তিনি মানসিকভাবে অসুস্থ এবং তার চিকিৎসা চলছিল। তাঁর ছেলের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ নিয়ে ক্ষোভ প্রকাশ করে লখবিন্দর সিং তাঁর ছেলের মৃত্যুর জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন করেছিলেন। গোটা বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত চলছে।বকশিশের বাবা লখবিন্দর জানান, তাঁর ছেলে গত কয়েক বচর ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিল এবং তাঁর চিকিৎসা চলছিল। তাঁর ছেলেকে যারা হত্যা করেছে তাদর বিরুদ্ধে পুলিশের এফআইআর নথিভুক্ত করা উচিত।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved