Home Bengal মাছ কিনে ব্যবসায়ীকে সচেতন করলেন দিলীপ ঘোষ

মাছ কিনে ব্যবসায়ীকে সচেতন করলেন দিলীপ ঘোষ

দিলীপ ঘোষের দেখা মিললো বাজারে।

by Pallabi Sanyal
59 views

মহানগর ডেস্ক : নিজে বরাবরই স্বাস্থ্য সচতন। কলকাতায় থাকুন বা অন্যত্র, মর্ণিং ওয়াক তার বাদ যাবে না সপ্তাহের একদিনও। তিনি দিলীপ ঘোষ। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে এবার তাকে প্রার্থী করেছে বিজেপি। ফলে আপাততো তার ঠিকানা তার নতুন কেন্দ্রই। জোর কদমে চলছে প্রচার। সকালে প্রাতঃভ্রমণ থেকে চায়ে পে চর্চা, জনসংযোগ থেকে শুরু করে দিনভর এক গুচ্ছ কর্মসূচি পালন করে চলেছেন তিনি। তবে, রবিবার তার দেখা মিললো স্থানীয় এক মাছ বাজারে। প্রচারে অভিনবত্ব আনতে এর আগে তৃণমূল-বিজেপির একাধিক প্রার্থীদের বাজারে গিয়ে ব্যাগ ভরে বাজার করতে দেখা গিয়েছে সকাল সকাল। বাজারেই তারা সেরেছেন জনসংযোগ । কথা বলেছেন বাজারে আসা বিক্রেতা থেকে ক্রেতাদের সঙ্গে। এবার দিলীপ ঘোষের দেখা মিললো বাজারে।

রবিবাসরীয় সকালে দুর্গাপুরের হেডকোয়াটার মোড়ের কাছে এক মাছ বিক্রেতার কাছে যান তিনি। স্বভাবসুলভ ভঙ্গিতে মাছ চান। দরদাম অবশ্য দিলীপ করেননি। সেই সময়ই মাছ বিক্রেতার শুকনো কাশি নজর এড়ায়নি তাঁর। দিলীপ ঘোষ মাছ কেনার পর জিজ্ঞাসা করেন, ‘হাঁফানি রয়েছে আপনার? কাশছেন কেন? বিড়িটা খাবেন না।’

বাঙালি মানেই মাছ-ভাত প্রিয়। এদিন ২০০ টাকা দিয়ে এক কেজি বাটা মাছ কেনেন দিলীপ ঘোষ। আর তখনই তাঁর নজরে আসে মাছ বিক্রেতার কাশি। নিজেও শরীর সচেতন তিনি। এবার মাছ বিক্রেতাকেও করলেন সচেতন।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved