Home Sports News Rahul Dravid -র পর টিম ইন্ডিয়ার পরবর্তী কোচ কে হবেন?

Rahul Dravid -র পর টিম ইন্ডিয়ার পরবর্তী কোচ কে হবেন?

by Mahanagar Desk
14 views

মহানগর ডেস্ক: ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) চুক্তি ছিল বিশ্বকাপ পর্যন্তই। ভারত যেভাবে বিশ্বকাপে পারফর্ম করেছে, তাতে প্রত্যাশা ছিল চ্যাম্পিয়ন হওয়ার। সঙ্গে এও ভাবা হয়েছিল, বোর্ড হয়তো রাহুল দ্রাবিড়কে চুক্তি বাড়ানোর প্রস্তাব দেবে। হয়তো দায়িত্বে থেকে যাবেন দ্রাবিড়ও।

টানা দশ দশটি ম্যাচ জিতে ফাইনাল। তবে চ্যাম্পিয়ন হতে পারেনি রোহিত বাহিনী। এরই সঙ্গে ধোঁয়াশা রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) ভবিষ্যৎ নিয়েও। তিনি কি দায়িত্বে থাকবেন বোর্ড প্রস্তাব দিলেও? সেটা এখনও পরিষ্কার নয়। টি -২০ বিশ্বকাপ ২০২৪, ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০২৭ সালে পরবর্তী ওয়ান ডে বিশ্বকাপ। এবার দ্রাবিড় ভবিষ্যৎ প্রসঙ্গে নিজের মতামত জানালেন।

দ্রাবিড় ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে কোনও রাখঢাক করেননি। দায়িত্বে থাকবেন কিনা সেই প্রসঙ্গে তিনি বলেন, “আমি কিছুই ভাবিনি। এই তো ম্যাচ শেষ হল। সত্যি বলতে, এটা নিয়ে ভাবার সময়ই পাইনি। যখন সময় পাব তখন ভাবব। বিশ্বকাপ এবং ফাইনাল ছাড়া আর কিছু নিয়ে ভাবার সময় পাইনি। এর বাইরে কিছুই মাথায় ছিল না।” তাঁর সঙ্গে দু-বছরের চুক্তি ছিল। সরকারি ভাবে সেটা শেষ হল। দ্রাবিড় যোগ করলেন, “সত্যি বলতে, আমি এমন ব্যক্তি নই যে নিজেকে বিচার কিংবা বিশ্লেষণ করবে। আমি আমার কাজে গর্বিত। গত দুই বছর যে খেলোয়াড়দের সঙ্গে কাজ করেছি, এর জন্য আমি কৃতজ্ঞ।”

না হয় বাদই থাকল দূর ভবিষ্যৎ। এখনও তো এক বছর বাকি পরের টি -২০ বিশ্বকাপের। সেটা নিয়েও কোনও মন্তব্যে নারাজ দ্রাবিড়। তিনি বলছেন, “আমি কিছুই ভাবিনি। আমাদের সকলেরই ভাবনায় ছিল এই টুর্নামেন্ট এবং ফাইনাল। সমস্ত শক্তি বাঁচিয়ে রেখেছিলাম। পুরো ফোকাস এই টুর্নামেন্টেই রেখেছি। বাকি কোনও পরিকল্পনা করিনি। ভবিষ্যৎ নিয়ে কোনওরকম পরিকল্পনার কথা ভাবনায়ও আসেনি।”

এই টিমের অনেক তারকাকেই ২০২৭ বিশ্বকাপে হয়তো দেখা যাবে না খেলতে। দ্রাবিড় হাসি মুখেই বলেছেন, “পরবর্তী বিশ্বকাপ নিয়েও কিছু ভাবিনি। কে থাকবে, কে যাবে সেটাও জানি না। তার আগে প্রচুর সময় রয়েছে। নদীতে অনেক জল বয়ে যাবে। এগুলো ভাবার সময় আসেনি।” তবে এখন প্রশ্ন উঠছে, ভারতের সোনালী মুহূর্তের কিছু খেলোয়াড় কি একটা বিশ্বকাপ জেতার সুযোগ হাতছাড়া করলেন?

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved