মহানগর ডেস্ক, উত্তরপ্রদেশ: পুরোদমে চলছে রাম মন্দিরের কাজ। সবকিছু ঠিক থাকলে আগামী বছরেই রাম মন্দিরের (Ram mandir) গ্র্যান্ড ওপেনিং করবেন মন্দির কর্তৃপক্ষ। শ্রী রামচন্দ্র জন্মভূমি উত্তর প্রদেশের অযোধ্যায় বহুদিন ধরেই চলছে রাম মন্দির নির্মাণের কাজ। হিন্দু পৌরাণিক ধর্মগ্রন্থ রামায়ণের একনিষ্ঠ নায়ক রামচন্দ্র। রামায়ণের কাহিনী হিসেবে আমাদের চোখে জ্বলজ্বল করে, রাম-সীতার প্রেম, বাবার আদেশে অযোধ্যা পরিত্যাগ, বনবাসে যুগের পর যুগ কাটিয়ে দেওয়া, ভাই লক্ষণের সঙ্গ, রাবণের খপ্পরে সীতা, লঙ্কাকাণ্ড, পাতালে প্রবেশ সীতার, প্রমুখ।
হিন্দু জাতির পবিত্র ধর্মগ্রন্থ। সেই রামের জন্মভূমিতেই রাম মন্দির তৈরি করছে রাম মন্দির ট্রাস্ট। যা নিঃসন্দেহে ভারতের জন্যে একটি গর্বের বিষয়! মঙ্গলবার প্রকাশিত হল রাম মন্দির নির্মাণের সর্বশেষ ছবি। মন্দির কর্তৃপক্ষ সূত্র অনুযায়ী, মন্দিরের নির্মাণ সময়মতো শেষ হওয়ার পথে রয়েছে। নিচতলার কাজ নভেম্বরে শেষ হওয়ার কথা এবং প্রথম তলার পিলারের ৫০% কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। ডিসেম্বরের মধ্যে প্রথম তলার কাজও শেষ হয়ে যাবে। আর সবকিছু ঠিক থাকলে ২০২৪ সালের জানুয়ারিতে রাম মন্দিরের উদ্বোধন হবে। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট আগেই ঘোষণা করেছিল, মন্দিরের পবিত্রতা অনুষ্ঠান ২০২৪ সালের ২১-২৩ জানুয়ারী অনুষ্ঠিত হবে। আপাতত সেই লক্ষ্য নিয়েই কাজ এগোচ্ছে।
জানা গিয়েছে, ট্রাস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠাবে। এছাড়াও ১৩৬ টি সনাতন ঐতিহ্য থেকে ২৫,০০০ টিরও বেশি হিন্দু ধর্মীয় নেতাকে পবিত্রকরণ অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানোর পরিকল্পনা চলছে। এমনকী ২৫০০০ সাধু ছাড়াও রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানে আরও ১০,০০০ বিশেষ অতিথি উপস্থিত থাকবেন। এই প্রসঙ্গে রাম মন্দির ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, “রাম জন্মভূমির অভিষেক অনুষ্ঠান আগামী বছরের জানুয়ারির তৃতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে। অভিষেক অনুষ্ঠানের জন্য তিনটি তারিখ, যথা ২১, ২২ এবং 23 জানুয়ারী নির্ধারণ করা হয়েছে। আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানাব, এতে বিশিষ্ট সাধু এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত থাকবেন।” এদিকে উত্তরপ্রদেশের যোগী (Yogi Government) সরকার মন্দির উদ্বোধনের আগে অযোধ্যাকে আরও সুন্দর করার এবং অত্যাধুনিক শহুরে সুযোগ-সুবিধা প্রদানের জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।