মহানগর ডেস্ক: জল্পনার অবসান! জন্মের ৫ দিন পর এল খবর। বিরুস্কার কোল আলো করে এল দ্বিতীয় জন। কি হল এবার? বিরাট কোহলি নিজেই জানালেন সেই কথা। ছেলের বাবা হয়েছেন খেলোয়াড়। আনন্দে ভাসছে অনুগামীরা। গত ১৫ ই ফেব্রুয়ারি জন্ম দিয়েছেন সন্তানের।
তিন বছর আগে কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন অভিনেত্রী। মেয়ে ভামিকার জন্ম হয়েছিল ২০২১ সালের ১১ জানুয়ারি। তিন বছর পর এল ভামিকার ভাই। অনুষ্কা পুত্রের নাম কি রাখলেন? বিরাট অনুষ্কা দুজনেই তাদের সমাজ মাধ্যমে শেয়ার করেছেন এই সুখবর। একটি বিবৃতিতে লিখেছেন অনেক আনন্দ এবং আমাদের হৃদয়ে ভালোবাসায় পরিপূর্ণ। আমরা সবাইকে জানাতে পেরে আনন্দিত যে ১৫ ফেব্রুয়ারি, আমরা আমাদের শিশু ছেলে আকায়ে এবং ভামিকার ছোট ভাইকে এই পৃথিবীতে স্বাগত জানিয়েছি।’
ভামিকার পর অকায়। বাংলা অভিধান অনুযায়ী, শব্দের অর্থ পরমাত্মা। গুগল অনুযায়ী, এই শব্দের অর্থ হল পূর্ণিমার আলো। সে যাই হোক। বেশ কিছু দিন ধরেই জল্পনা ছিল অনুষ্কা দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ় থেকে বিশ্রাম নিয়েছিলেন বিরাট। সেই সময় মনে করা হয়েছিল স্ত্রীয়ের পাশে থাকার জন্যই ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে ছুটি নিয়েছিলেন তিনি। অবশেষে সুখবর মেলায় আপ্লুত অনুগামীরা। একরাশ শুভকামনা পাঠাচ্ছেন ক্রীড়া থেকে সিনে জগত তথা ভক্তকুল।