মহানগর ডেস্কঃ যতবার বিনিয়োগ বিষয় সংক্রান্তে কথা উঠবে, ততবারই সবার আগে যেই বিষয়টি উঠে আসে সেটি হচ্ছে সাবেকি সোনা ও রুপোর প্রসঙ্গ। সোনা ও রুপোতে বিনিয়োগ করতে চাইলে, তার আগে সোনা-রুপোর দাম কত যাচ্ছে তা জানা সব থেকে জরুরি বিষয়। কারণ সোনা আর রুপোর দাম প্রায় নিত্যদিন বদলাতে থাকে। সোনা-রুপোর দাম কখনও বাড়ে, আবার কখনও কমে যায়। সব দিন একই যায়না।
৮ মার্চ, শুক্রবার, আজকেরের দিনে দাঁড়িয়ে যদি কলকাতার সোনা-রুপোর বাজারের ছবি দেখা যায়, তাহলে দেখা যাবে গতকাল অর্থাৎ৭ মার্চ, বৃহস্পতিবার এই তারিখের দামের তুলনায়, সোনার দাম অনেকটাই বেড়েছে। পিছিয়ে নেই রুপোর দামও ৷ সোনার পাশাপাশি পাল্লা দিয়ে রুপো নিজের দামও বাড়াচ্ছে।
২২ ক্যারাট সোনার দাম গ্রামের নিরিখে গতকাল অর্থাৎ ৭ মার্চের দামের দিকে তাকালেই তাঁর পার্থক্য বোঝা যাচ্ছে । গতকাল ২২ ক্যারাট সোনার দাম ছিল ৬০১০০ টাকা, আর আজ ৮ মার্চ, শুক্রবারে তা দাঁড়িয়ে ২২ ক্যারাট সোনার দাম হচ্ছে ৬০২৫০ টাকা। ২৪ ক্যারাট সোনার দাম গ্রামের নিরিখে গতকাল, ৭ মার্চ, ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ছিল ৬৫৫৬০ টাকা, আর আজ তা ৮ মার্চ শুক্রবার, এই দিনে ওই ২৪ ক্যারাট সোনার দাম যাচ্ছে ৬০,২৫০ টাকা ৷
রুপোর দাম কিলোগ্রামের ভিক্তিতে গতকাল৭ মার্চ, ১ কেজি রুপোর দাম ছিল ৭৫০০০ টাকা, আর আজ ৮ মার্চ, শুক্রবার, এই দিনে দাঁড়িয়ে ওই সমপরিমাণ রুপোর দাম যাচ্ছে ৭৪৫০০ টাকা।