মহানগর ডেস্ক: বাধ্যতামূলক হলো ABC ID। ইতিমধ্যেই এপ্রসঙ্গে নোটিশ জারি করল UGC। এপ্রসঙ্গে ইউজিসি নির্দেশ, যে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি অনলাইন বা দূরশিক্ষার কোর্স প্রদান করে তাদের অচিরেই বাধ্যতামূলকভাবে শিক্ষার্থীদের অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট পোর্টাল-abc.gov.in-এ নথিভুক্ত করতে হবে।অনেক পড়ুয়ারাই জানেন না যে এই এবিসি পোর্টালটি ঠিক কী? আসুন জেনে নিই এবিসি পোর্টালটির সম্পর্কে:
এবিসি পোর্টাল হল মূলত একটি জাতীয় স্তরের পরিষেবা। এটি এমন একটি পরিষেবা যা নতুন পাঠ্যক্রম চালু করে দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্রেডিট ট্রান্সফার’-এর মাধ্যমে শিক্ষার্থীদের আন্তঃবিভাগীয় বা বহুবিভাগীয় কোর্সে চলাচলের সুযোগ করে দেবে।
আরও পড়ুন:মনিপুরের ঘটনার পুনরাবৃত্তি, নিগ্রহের শিকার উত্তরপ্রদেশে র দলিত কিশোরী
এবিসি পোর্টালটির ব্যবহার: সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে এবিসি প্রকল্পটিতে নথিভুক্ত করতে হয়। পাশাপাশি, এই পোর্টালে শিক্ষার্থীদের শিক্ষাসংক্রান্ত অ্যাকাউন্ট খোলা, বন্ধ ও তার বৈধতা দেওয়া, ক্রেডিট যাচাই করা, ক্রেডিট সঞ্চয় করা, ক্রেডিট স্থানান্তকরণ, ক্রেডিট ছাড় দেওয়া এবং সমস্ত অংশীদারদের কাছে এবিসি পোর্টালকে তুলে ধরার জন্যেও এটি ব্যবহৃত হয়।
দেখে নেওয়া যাক কী ভাবে এবিসি পোর্টালে রেজিস্টার করতে হয়?
১. প্রথমত অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট পোর্টাল-abc.gov.in-এ যেতে হবে।
২. এ বার হোমপেজে ‘মাই অ্যাকাউন্ট’ থেকে ‘স্টুডেন্ট’ বিকল্পটিকে বেছে নিতে হবে।
৩. এর পর নিজের নাম বা ফোন নম্বর বা সরকারি সচিত্র প্রমাণপত্রের নম্বর দিয়ে লগ ইন বা নথিভুক্ত করতে হবে।
৪. এখানে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে সমস্ত নথি আপলোড করতে হবে। এবিসি পোর্টালে প্রার্থীদের শিক্ষাসংক্রান্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার পর তাঁদেরকে একটি ইউনিক আইডিও দেওয়া হবে।
আরও পড়ুন: এক টিকিটেই আট যাত্রা, নতুন নিয়ম Indian Railway- এর
অনলাইন ও দূরশিক্ষায় প্রাপ্ত ক্রেডিট, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে শিক্ষার্থীদের এবিসি আইডি তৈরি করে এখানে জমা করে দিতে হবে। প্রসঙ্গত, ইতিমধ্যেই যে কলেজগুলি এই পোর্টালে নথিভুক্তকরণের কাজ শুরু করেছে, সেগুলি হল-ওপি জিন্দল বিশ্ববিদ্যালয়,মুম্বই বিশ্ববিদ্যালয়,দিল্লী বিশ্ববিদ্যালয়,জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়,জামিয়া মিলিয়া ইসলামিয়া, এবং অন্যান্য।