Home Bengal উচ্চমাধ্যমিকে আসছে আমূল পরিবর্তন, ওএমআর শিট-এ পরীক্ষা দেবেন পড়ুয়ারা 

উচ্চমাধ্যমিকে আসছে আমূল পরিবর্তন, ওএমআর শিট-এ পরীক্ষা দেবেন পড়ুয়ারা 

by Mahanagar Desk
2 views

মহানগর ডেস্ক: উচ্চমাধ্যমিকে চালু হতে চলেছে ওএমআর শিট (OMR Sheet)। বাংলার শিক্ষামহলে বেশ কিছুদিন ধরে এই নিয়ে নানা জল্পনা শোনা যাচ্ছিল।প্রস্তাব নিয়েও চলছিল জোর চর্চা। অবশেষে সেই জল্পনাই সত্যি হল।জানা যাচ্ছে, ২০২৬ সাল থেকে উচ্চমাধ্যমিকের (Higher Secondary Exam) সেমেস্টারের পরীক্ষায় ওএমআর(OMR) চালুর বন্দোবস্ত একরকম পাকা হয়ে গিয়েছে বলে।

কবে থেকে শুরু হচ্ছে OMR শিটে পরীক্ষা?

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ইতিমধ্যেই এ বিষয়ে শিক্ষা দফতরের সঙ্গে বৈঠক করে ফেলেছে বলে সূত্রের খবর।২০২৬ সালে দুটো সেমিস্টারে দ্বাদশ শ্রেণির পরীক্ষা হবে,এমনটাই সূত্র থেকে জানা গিয়েছে। নয়া শিক্ষানীতির আধারেই নেওয়া হবে পরীক্ষা। তার মধ্যে প্রথম সেমিস্টারের পরীক্ষা হবে মাল্টিপেল চয়েস প্রশ্নত্তোর ফর্ম্যাটে। এই পরীক্ষাই OMR শিটে নেওয়া হবে বলে খবর। এ খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে বিস্তর চর্চা শুরু হয়ে গিয়েছে শিক্ষামহলে।

আরও পড়ুন:A pet dog fight Turned Violent: পোষা কুকুরের লড়াই থেকে বচসা দুই প্রতিবেশির, গুলিতে প্রাণ গেল দুজনের

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ বলছে সর্বভারতীয় স্তরে যে সমস্ত পরীক্ষাগুলি হয় সেগুলির সবই প্রায় ওএমআর শিটে দিতে হয়। তাই বাংলার পড়ুয়ারা যাতে সর্বভারতীয় ক্ষেত্রে ভাল ফল করতে পারে, ওএমআর ফরম্যাটে(OMR format) পরীক্ষা দিতে গিয়ে যাতে কোনও সমস্যার মধ্যে পড়তে না হয় তাই স্কুল স্তর থেকেই তাঁদের OMR শিটের সঙ্গে অভ্যস্ত করানো হবে। সে কারণেই এই পদক্ষেপ।

ইতিমধ্যেই শিক্ষা মহলের একটা বড় অংশ এই নয়া সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।যদিও শিক্ষাবিদদের একাংশ মনে করছেন,দিনের শেষে সর্বভারতীয় স্তরের পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে এই সিদ্ধান্তে উপকৃত হবেন পড়ুয়ারা।প্রসঙ্গত,শিক্ষা দফতর সূত্রে খবর, পরীক্ষায় বসার আগে এ বিষয়ে পড়ুয়াদের যাবতীয় প্রশিক্ষণ দেওয়া হবে। যাতে পড়ুয়ারা কোনোভাবেই কোনো অসুবিধার সম্মুখীন না হন।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved