Home National মণিপুরে আবারও চলল গুলি, নতুন করে ৩ জনের মৃত্যু ঘিরে ফের অশান্তির আঁচ

মণিপুরে আবারও চলল গুলি, নতুন করে ৩ জনের মৃত্যু ঘিরে ফের অশান্তির আঁচ

by Shreya Maji
3 views

মহানগর ডেস্ক: উত্তরপূর্বের রাজ্য মণিপুরে কিছুতেই নিভছে না হিংসার আগুন। গোটা দেশজুড়ে প্রভাব পড়েছে এই হিংসাত্মক ঘটনার। ফের আজ শুক্রবার  আজ ভোরে মণিপুরের উখরুল জেলায় নতুন সহিংসতার ঘটনা ঘটেছে।  সশস্ত্র দুর্বৃত্তদের সঙ্গে গুলির লড়াইয়ে নতুন করে  ৩ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে অশান্তির আঁচ করা হচ্ছে।

মণিপুরের উখরুল জেলার থোয়াই কুকি গ্রামে একটি ভারী গোলাগুলি বর্ষণ শুরু হয়েছে । এতেই ৩ জন গ্রামবাসীর মৃত্যু হয়েছে।  সূত্রের খবর, আজ ভোরে থোয়াই কুকি গ্রাম থেকে ভারী গুলির শব্দ শোনার পর তিনজন নিখোঁজ হন।  তারপরেই গ্রামবাসীরা একটি অনুসন্ধান শুরু করে এবং কিছুক্ষণ পরে তাদের মৃতদেহ খুঁজে পায়। নিহতরা হলেন জামখোগিন হাওকিপ (২৬), থাংখোকাই হাওকিপ (৩৫) এবং হলেনসন বেইট (২৪)। কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে এই সংঘর্ষের ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। রাজনৈতিক মহলে প্রভাব পড়েছে ব্যপক ভাবে।

মে মাস থেকে জাতিগত সহিংসতা শুরু হওয়ার পর শতাধিক মানুষ  প্রাণ হারিয়েছে এবং ৩ হাজার জনেরও বেশি আহত হয়েছে। সহিংসতা নিয়ন্ত্রণে এবং রাজ্যে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে মণিপুর পুলিশ ছাড়াও প্রায়  ৪০ হাজার জন কেন্দ্রীয় নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। মেইতেই সম্প্রদায়ের তফসিলি উপজাতির মর্যাদার দাবির প্রতিবাদে পার্বত্য জেলাগুলিতে  সংঘর্ষ শুরু হয়। সেটাই ভয়ানক রূপ নিয়েছে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved