Home Bengal ‘হীরক রাজা’র বেশে রুদ্রনীল, বার্তা ‘হীরক রানী’কে

‘হীরক রাজা’র বেশে রুদ্রনীল, বার্তা ‘হীরক রানী’কে

কবিতার ভিডিও ইতিমধ্যেই শুভ বুদ্ধি সম্পন্ন মানুষদের মনে দাগ কেটেছে।

by Pallabi Sanyal
42 views

মহানগর ডেস্ক : ‘হীরক রানী বাই বাই’, ভোট যত এগিয়ে আসছে ততোই যেন এই গ্লোগান আরো দৃঢ় হচ্ছে বিজেপি নেতৃত্বের গলায়। শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পল থেকে রুদ্রনীল ঘোষ সহ সকল নেতা কর্মী সমর্থকরা সভা, মিটিং, প্রচারে এই স্লোগানেই ঝড় তুলছেন। এবার হীরক রাজার সাজে দেখা গেল স্বয়ং রুদ্রনীল ঘোষকে। তৃণমূলকে কটাক্ষ করে তার একের পর এক বাস্তব প্রেক্ষাপটে রচিত কবিতার ভিডিও ইতিমধ্যেই শুভ বুদ্ধি সম্পন্ন মানুষদের মনে দাগ কেটেছে। এবার নিজে হীরক রাজা সেজে বার্তা দিলেন ‘হীরক রানী’ মমতা বন্দ্যোপাধ্যায়কে।

রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন বিজেপির কালচারাল সেলের ভারপ্রাপ্ত বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। ডিয়োতে রুদ্রনীলকে অভিনেতাকে সত্যজিৎ রায় পরিচালিত হীরক রাজার দেশে ছবিতে উৎপল দত্ত অভিনীত হীরক রাজার বেশে দেখা গিয়েছে। বিভিন্ন সময় নাতিদীর্ঘ রাজনৈতিক কবিতা লিখে, তা পাঠ করেন সোশ্যাল মিডিয়ায় শোনান রুদ্রনীল। নির্বাচন ছাড়াও অন্যান্য সময়েও রাজ্যের শাসকদলের সমালোচনায় নিজের কবিতাকে হাতিয়ার করেছেন রুদ্রনীল।

 

উল্লেখ্য, রুদ্রনীলের কবিতাগুলি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরালও হয়। কবিতাগুলিতে উঠে আসে বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক টানাপোড়েন থেকে শুরু করে বিরোধী দল নিয়ে বিভিন্ন কটাক্ষ। সদ্য শেয়ার করা ভিডিয়োতে রুদ্রনীল সিংহাসনে বসে রাজা, মজার দৃষ্টিতে তাকিয়ে। ভিডিয়োর ক্যাপশনে রুদ্রনীল লিখেছেন, যারা বাংলাকে বানিয়েছে হীরক রাজার দেশ তাদের স্বৈরাচার এ বার হবে শেষ। ভিডিয়োটির শিরোনাম হীরক রানি বাই বাই। ভিডিয়োটি টিজার হিসেবে উল্লেখ করেছেন অভিনেতা। ভিডিয়োর ব্যাকগ্রাউন্ডে বাজছে,ওরে মন দিয়ে শোন সব জনতা/ গাইছি বড় দুখে/ হীরক রানির পোড়া দেশে/ কেউ নাইকো সুখে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved