Home Bengal বিজেপির ডাকা ১২ ঘন্টা বনধের প্রভাব কেমন পড়লো?

বিজেপির ডাকা ১২ ঘন্টা বনধের প্রভাব কেমন পড়লো?

বিজেপির ২৮৮ নম্বর বুথের বুথ সভাপতি নন্দপ্রসাদ গুপ্তা ও আরও চারজনকে ধারাল অস্ত্র দিয়ে হামলা চালান হয় বলে অভিযোগ।

by Pallabi Sanyal
41 views

মহানগর ডেস্ক : নির্বাচনী মরশুমে অশান্তি অব্যাহত। শিলিগুড়ির মাটিগাড়ায় বিজেপির বুথ সভাপতি ও পদ্মশিবিরের আরও ৪ জন কর্মীকে মারধরের অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। সেই ঘটনার প্রতিবাদে সোমবার মাটিগাড়ায় ১২ ঘণ্টা বনধের ডাক বিজেপির। সকাল থেকেই মাটিগাড়ার বিভিন্ন এলাকায় বিক্ষোভ, পথ অবরোধে সামিল হয়েছেন বিজেপি নেতৃত্বরা। বিকালে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট ঘেরাওয়ের ডাকও দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে।ভারতীয় জনতা পার্টির বনধে মাটিগাড়া বাজার এলাকায় কিছুটা প্রভাব দেখা যায়। তবে যান চলাচল স্বাভাবিক রয়েছে। যে কোনও ধরনের অশান্তি এড়াতে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এখনও পর্যন্ত মাটিগাড়া থানার পুলিশ ২জনকে গ্রেফতার করেছে বলে জানা যাচ্ছে।

প্রসঙ্গত, রবিবার মাটিগাড়ার খোলাইবক্তরি এলাকায় বিজেপি কর্মীদের উপর হামলা চালায় তৃণমূল। বিজেপির ২৮৮ নম্বর বুথের বুথ সভাপতি নন্দপ্রসাদ গুপ্তা ও আরও চারজনকে ধারাল অস্ত্র দিয়ে হামলা চালান হয় বলে অভিযোগ। প্রতিবাদে রবিবার রাতেই মাটিগাড়া থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি। বেশ কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ১২ ঘণ্টা বনধ হবে বলে রবিবার রাতেই জানিয়ে দেন বিজেপির জেলা সভাপতি অরুণ মণ্ডল। সেই মতো সোমবার সকাল থেকে মাটিগাড়ার বিভিন্ন এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি। মাটিগাড়া থানার সামনেও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। খাপরাইল মোড়ে জাতীয় সড়ক অবরোধ করেও বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকেরা। পরে পুলিশ গিয়ে অবরোধ হঠিয়ে দেয়।

উল্লেখ্য, ইতিমধ্যেই দু দফার নির্বাচন অতিক্রান্ত।গত ২৬ তারিখ ভোট হয়ে গিয়েছে দার্জিলিং লোকসভা কেন্দ্রে। ওই কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়েছেন এলাকার বিদায়ী সাংসদ রাজু বিস্তা। পাশাপাশি গোপাল লামা লড়েছেন তৃণমূলের টিকিটে। অন্যদিকে কংগ্রেস প্রার্থী হয়ে নির্বাচনী লড়াইতে নামেন মুণীশ তামাং।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved