Home Bengal তৃতীয় দফায় রাজ্যে ৩৩৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

তৃতীয় দফায় রাজ্যে ৩৩৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

by Mahanagar Desk
40 views

মহানগর ডেস্ক : এক এক করে নিবাচনের একেকটি দফা শেষ হচ্ছে, পাশাপাশি পরবর্তী ভোট পর্ব সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য বাড়ছে কেন্দ্রীয় বাহিনী। প্রথম ও দ্বিতীয় দফার চাইতে তৃতীয় দফার কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরও বাড়ছে। তৃতীয় দফার নির্বাচনে রাজ্যে ৩৩৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। আগামী ৭ মে <span;>তৃতীয় দফায় মালদহ-উত্তর, মালদহ-দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদে ভোট। প্রথম দফার ভোটে নিরাপত্তা দিয়েছিল ২৬৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তৃতীয় দফাতেই তা বৃদ্ধি পেয়ে হতে চলেছে প্রায় চারশো কোম্পানির কাছাকাছি। চতুর্থ দফায় তা বেড়ে প্রায় ছ’শো কোম্পানি হতে চলেছে। নির্বাচন কমিশন সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। আগামী ৭ মে তৃতীয় দফায় মালদহ-উত্তর, মালদহ-দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ আসনে ভোট। সেই ভোটে দু’টি জেলাকেই সংবেদনশীল ধরে নিয়ে পরিকল্পনা রূপায়ন করেছেন কমিশনের কর্তারা। সেই অনুযায়ী তৃতীয় দফার ভোটে ৩৩৪ কোম্পানি বাহিনী মোতায়েনের পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছে নির্বাচন কমিশন।

মুখ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রথম দুই দফার তুলনায় কিছুটা বেশি সংবেদনশীল তৃতীয় দফার চার কেন্দ্র। ফলে প্রতিটি থানা এলাকায় কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি যাতে থাকে, তা নিশ্চিত করতে চাইছে কমিশন। সেই কারণেই বাহিনীর সংখ্যাও বাড়িয়েছে কমিশন। কমিশন সূত্রে জানা গেছে, তৃতীয় দফা ভোটের জন্য জঙ্গিপুর পুলিশ জেলায় মোতায়েন করা হবে ৬৪ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ)। সেই সঙ্গে থাকবেন রাজ্য পুলিশের ২৬২৮ জন জওয়ানও। কৃষ্ণনগর পুলিশ জেলা জুড়ে ভোটের সময় ডিউটি করবে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, সঙ্গে রাজ্য পুলিশের ৭৬৭ জন কর্মী। মালদহে মোতায়েন হবে ১৪৪ কোম্পানি আধাসেনা, সঙ্গে ৫৪৮২ জন রাজ্য পুলিশকর্মী। মুর্শিদাবাদ পুলিশ জেলায় মোতায়েন ১১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং ৪৭২৪ জন রাজ্য পুলিশকর্মী। অর্থাৎ, তৃতীয় দফায় রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে মোট ৩৩৪ বাহিনী এবং ১৩ হাজারেরও বেশি রাজ্য পুলিশকর্মী।

চতুর্থ দফার ভোটে আরও বাড়বে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। চতুর্থ দফায় ভোট আগামী ১৩ মে। ওই দিন ভোট হবে বহরমপুর, বোলপুর, বীরভূম, কৃষ্ণনগর, আসানসোল, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর এবং রানাঘাটে। চতুর্থ দফায় রাজ্যে ৫৭৮ কোম্পানি আধাসেনা মোতায়েন করবে নির্বাচন কমিশন। তার মধ্যে আসানসোলে ৮৮ কোম্পানি, বীরভূমে ১৩০ কোম্পানি, কৃষ্ণনগরে ৮১ কোম্পানি, মুর্শিদাবাদে ৭৩ কোম্পানি, পূর্ব বর্ধমানে ১৫২ কোম্পানি এবং রানাঘাটে ৫৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে। এখন দেখার দুই মালদা, মুর্শিদাবাদ ও জঙ্গিপুরে শান্তিতে ভোট সম্পন্ন করতে কতটা সফল হয় কমিশন।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved