Home Bengal স্বাস্থ্য দপ্তরের নির্দেশ, টেলিমেডিসিনের মাধ্যমে পরিষেবা দেওয়া হচ্ছে প্রসূতিদের 

স্বাস্থ্য দপ্তরের নির্দেশ, টেলিমেডিসিনের মাধ্যমে পরিষেবা দেওয়া হচ্ছে প্রসূতিদের 

by Mahanagar Desk
0 views

মহানগর ডেস্ক:  বাড়ির প্রসূতিদের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসার পরামর্শ দিল স্বাস্থ্য দপ্তর। গত ১৪ ই আগস্ট থেকে এই পরিষেবা চালু করা হয়েছে।  প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে শহরে আসা খুব কষ্টকর হয়ে দাঁড়ায় অনেক প্রসূতিদের। তাছাড়া অনেকে অনেক দূর দূর থেকে চিকিৎসার জন্য আসতেও চায় না। আবার অনেকের বাড়ি থেকে হাসপাতালের দূরত্ব অনেক কিলোমিটার পর্যন্ত থাকে। সেই পথ অতিক্রম করে প্রসূতিদের আসতে অসুবিধা ভোগ করতে হয়।এ ই সব কারণে অনেক প্রসূতিদের মৃত্যু ঘটতে পারে বা অনেকের বাচ্চা মারা যেতেও পারে।

এইসব সমস্যা থেকে মুক্তির জন্য স্বাস্থ্য দপ্তর থেকে প্রতিটি বাড়িতে টেলিমেডিসিনের মাধ্যমে প্রসূতিদের পরিষেবা দেবার কথা বলা হয়েছে ।স্বাস্থ্য দপ্তরের সূত্রে জানানো হয়েছে যে রাজ্যে প্রায় দশ হাজার সুস্বাস্থ্য কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রগুলোর মধ্যে সাত থেকে আট হাজার কেন্দ্রে রয়েছে টেলিমেডিসিনের ব্যাবস্থাপনা। প্রতি জেলাতে মেডিকেল কলেজের চিকিৎসকেরা অডিও – ভিজুয়্যাল পদ্ধতির মাধ্যমে রোগীদের চিকিৎসা করছে।

প্রতিটি প্রসূতিকে পরামর্শ দেওয়া হচ্ছে ই – প্রেসক্রিপশনের মাধ্যমে। প্রত্যেক সপ্তাহে সোম এবং শুক্রবার প্রসূতিদের সুস্বাস্থ্য কেন্দ্রে পরিষেবা দেওয়া হবে। প্রতিটি জেলাতে তিনজন করে স্ত্রীরোগ  বিশেষজ্ঞদের নিয়োগ করা হচ্ছে।

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved