Home National স্পোর্টস বাইক নিয়ে লাদাখযাত্রা রাহুলের, তুললেন ছবিও

স্পোর্টস বাইক নিয়ে লাদাখযাত্রা রাহুলের, তুললেন ছবিও

by Mahanagar Desk
0 views

মহানগর ডেস্ক: সাংসদ পদ ফিরে পেয়ে ফের চেনা ছন্দে ফিরেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। পাহাড়ের বুকে রোদেলা দিনে দেখা মিলল রাহুলের। কিন্তু কোথায় গিয়েছেন রাহুল। জানা গিয়েছে যে, বাইক চালিয়ে লাদাখ ঘুরছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সঙ্গে অবশ্য তাঁর সঙ্গী সাথীরাও রয়েছে।

শনিবার KTM 390 ডিউক বাইকে চড়ে প্যাংগং লেকে যান কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এরপর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি। ইনস্টাগ্রাম পোস্টে কংগ্রেস সাংসদ বলেন,”আমার বাবা বলতেন,এটা বিশ্বের সবচেয়ে সুন্দর জায়গাগুলির মধ্যে অন্যতম।”

আরও পড়ুন:জানেন কি কেন ক্যামেরার সামনে দেখা যাচ্ছে না ইন্দ্রানী হালদারকে 

ভারত জোড়ো যাত্রা’য় কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত হেঁটেছিলেন রাহুল গান্ধী। রাহুলের নতুন জনসংযোগ কর্মসূচি বেশ জনপ্রিয়তা অর্জন করে নিয়েছিল। এরপর বিভিন্নভাবে জনসংযোগ করতে দেখা যায় সোনিয়াপুত্রকে। কখনও ডেলিভারি বয়ের বাইকে চেপে ঘুরেছেন তিনি তো কখনও সবজি বিক্রেতার সঙ্গে বাড়িতে বসে মধ্যাহ্ন ভোজ করেছেন। তবে এবার, লাদাখের হিল কাউন্সিলের নির্বাচনের দিন কয়েক আগেই ভূস্বর্গে পৌঁছে গেছেন রাহুল।

২০ আগস্ট বাবা রাজীব গান্ধীর জন্মবার্ষিকী। এই লেহ-তেই বাবার জন্মবার্ষিকী পালন করবেন ছেলে রাহুল। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেছেন ওয়ানড়ের সাংসদ রাহুল গান্ধী। ছবিগুলিতে দেখা গিয়েছে যে, হেলমেট মাথায় স্পোর্টস বাইক চালাচ্ছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, “আমরা প্যাংগং লেকের দিকে এগিয়ে যাচ্ছি। বাবা বলতেন সেটাই বিশ্বের সবচেয়ে সুন্দর জায়গা।”

আরও পড়ুন: স্বাস্থ্য দপ্তরের নির্দেশ, টেলিমেডিসিনের মাধ্যমে পরিষেবা দেওয়া হচ্ছে প্রসূতিদের 

উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহারের পর এই প্রথম লেহ-লাদাখ সফরে রাহুল গান্ধী। তাঁর এই সফর রাজনৈতিক দিক থেকেও বেশ তাৎপর্যপূর্ণ। কারণ আসন্ন কার্গিল হিল কাউন্সিলের ভোটে কংগ্রেসের সঙ্গে জোট হয়েছে ওমর আবদুল্লার ন্যাশনাল কনফারেন্সের। ফলে রাহুলের উপস্থিতি রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহারের পর এই প্রথম লেহ-লাদাখ সফরে গেলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁর এই সফর বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ আসন্ন কার্গিল হিল কাউন্সিলের নির্বাচনে কংগ্রেসের সঙ্গে ওমর আবদুল্লার ন্যাশনাল কনফারেন্সের জোট হয়েছে। ফলে রাহুলের উপস্থিতি রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ, সেটা আর বলার অপেক্ষা রাখে না।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved