Home National Rahul Attacks RSS: জম্মু-কাশ্মীরে আরএসএসকে নিশানা রাহুলের

Rahul Attacks RSS: জম্মু-কাশ্মীরে আরএসএসকে নিশানা রাহুলের

by Mahanagar Desk
0 views

মহানগর ডেস্ক: ফের রাহুলের নিশানায় আরএসএস। এবার জম্মু-কাশ্মীর দুটি কেন্দ্র শাসিত অঞ্চলে ভাগ হওয়ার পর সেখানে প্রথমবার পা দিয়ে সঙ্ঘ পরিবারকে আক্রমণ শানালেন কংগ্রেস নেতা। শুক্রবার তিনি বলেন দেশের সমস্ত প্রতিষ্ঠানেই নিজেদের লোক বসিয়ে রেখেছে আরএসএস।

লাদাখে দাঁড়িয়ে রাহুলের অভিযোগ, কেন্দ্রের শাসক বিজেপির আদর্শের অভিভাবক আরএসএস সব কিছুই নিজের মতো চালাচ্ছে। এখানেই থেমে থাকেননি সোনিয়া তনয়। তিনি আরও বলেছেন এমনকী কেউ যদি কেন্দ্রীয় সরকারের কোনও মন্ত্রীকে জিজ্ঞেস করেন তাহলে জবাবে মন্ত্রীরা বলবেন তাঁরা প্রকৃতপক্ষে মন্ত্রক চালাচ্ছেন না। আসল ঘটনা হল আরএসএস যাঁদের বসিয়েছে, তাঁরাই প্রকৃতপক্ষে মন্ত্রক চালাচ্ছেন এবং সবব্যাপারেই পরামর্শ দিচ্ছেন।

এদিনই লে-তে একটি অনুষ্ঠানে রাহুল তরুণদের সঙ্গে আলাপচারিতায় যোগ দেন। অনুষ্ঠানে কংগ্রেস সাংসদ বলেন ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা পেয়েছিল এবং এদেশে স্বাধীনতার একত্রীকরণ হল সংবিধান। সংবিধানে একগুচ্ছ আইন রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে সংবিধানকে কার্যকর করার কথা রয়েছে। কিন্তু বিজেপি ও আরএসএস সেইসব প্রতিষ্ঠানের মূল কাঠামোয় নিজেদের লোক বসিয়ে রেখে নিজেদের মতো করে চালাচ্ছে। এর আগে লে-তে একটি ফুটবল ম্যাচ দেখেন রাহুল।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved