Home National Adhar Card : মুম্বইয়ে পথ-কুকুরদের জন্য কিউআর কোড সহ আধার কার্ড!

Adhar Card : মুম্বইয়ে পথ-কুকুরদের জন্য কিউআর কোড সহ আধার কার্ড!

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক: আজকের দিনে প্রতিটি ভারতীয়ের পরিচয়পত্র হল আধার কার্ড (Adhar Card )। আধার কার্ড ছাড়া কোনও কাজই সম্ভব নয়। হাসপাতাল,স্কুল, অফিস, ব্যাঙ্ক থেকে সব জায়গাতেই এই কার্ড চাই। না হলে কোনওকাজই সম্ভব নয়। ভারতের প্রতিটি নাগরিকের জন্য আধার কার্ড মাস্ট। এবার সেই আধার কার্ড ব্যাজ পরে ঘুরতে দেখা গেল মুম্বই বিমানবন্দরের বাইরে ঘুরে বেড়ানো একদল পথ কুকুরের গলায়। সম্প্রতি কিউ আর কোড সহ আধার কার্ড গলায় ঝুলিয়ে দেওয়া হল তাদের।

কিছুদিন আগে শহরের বিমানবন্দরের বাইরে ঘুরে বেড়ানো এমনই কুড়িটি পথকুকুরকে দেওয়া হল আধার কার্ড। এই আধার কার্ডগুলির কিউআর কোডের মাধ্যমে ইউজারদের ডেটাবেসের বিবরণ দেয়, যার মাধ্যমে কুকুর হারিয়ে গেলে বা অন্য কোনও জায়গায় চলে গেলে স্ক্যান করে সেসম্পর্কে খোঁজ মিলবে। যেমন কুকুরটির নাম,তাকে যে খেতে দেয় তার যোগাযোগ সম্পর্কে তথ্য, কবে ভ্যাকসিন দেওয়া হয়েছে বা কবেই বা নির্বীজকরণ করা হয়েছে। বৃহন্মুম্বই পুরনিগমের ভেটেনেনারি হেলথ সার্ভিসের প্রধান ড.কলিম পাঠান জানান বিমানবন্দরের বাইরে থাকা কুকুরদের কিউআর কোড দেওয়া প্রকল্পের পাইলট প্রোজেক্টের অঙ্গ। এখন দেখা হবে ব্যাপারটা কীভাবে, কতদূর এগোয়।

এই ধরণের পরিচয়পত্র যাঁরা কুকুরদের নিয়মিত খাওয়ান, তাঁদের দেওয়া হয়েছে। “প ফ্রেন্ড ইন” নামে এক উদ্যাগের মাধ্যমে এর নকশা তৈরি করেছেন ইঞ্জিনিয়ার ঋষভ প্রধান। কিউ আর কোড হারিয়ে যাওয়া পথকুকুরদের সঙ্গে তাদের পরিবারের সঙ্গে মিলিত হওয়ার ব্যবস্থা করে দেবে বলে জানিয়েছেন ঋষভ। এটি সেন্ট্রালাইজড ডেটাবেসের মাধ্যমে বৃহন্মুম্বই পুরনিগমে পথকুকুরদের খোঁজ দেবে। এই প্রক্রিয়া চলাকালীন বিএমসি ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের বাইরে ঘুরু বেড়ানো পথকুকুরদের ভ্যাকসিনও দেওয়া হয়।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved