Home National “একটি অলৌকিক ঘটনার থেকে…” কেজরিওয়ালের জামিন নিয়ে যা বলছে AAP

“একটি অলৌকিক ঘটনার থেকে…” কেজরিওয়ালের জামিন নিয়ে যা বলছে AAP

by Shreya Maji
25 views

মহানগর ডেস্কঃ  আজ শুক্রবার দিল্লির আবগারি দুর্নীতি মামলায় মুখ্যমন্ত্রী  অরবিন্দ কেজরিওয়ালকে ১ জুন পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। লোকসভা নির্বাচনের আবহে এই ঘটনা নে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তা আর বলার অপেক্ষা রাখে না। এই জামিন নিয়েই এবার সাংবাদিক সম্মেলন করল আম আদমি পার্টি। আপ নেতা সৌরভ ভরদ্বাজ আজ সাংবাদিকদের বলেছেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের  আবগারি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পাওয়া “অলৌকিকতার চেয়ে কম নয়”।

শীর্ষ আদালত  রায়ে জানিয়েছে, কেজরিওয়াল লোকসভা নির্বাচনের জন্য প্রচার করতে পারেন, তবে  ২ জুন জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে হবে কারণ অন্তর্বর্তী জামিন শুধুমাত্র  ১ জুন পর্যন্ত বৈধ। এই জামিনের পরেই সাংবাদিক সম্মেলন করে আপ নেতারা। সেখানেই  নেতা সৌরভ ভরদ্বাজ,  গোপাল রাই এবং অতীশি সাংবাদিকদের বলেছেন, “৪০ দিনের মধ্যে অন্তর্বর্তী জামিন পাওয়া একটি অলৌকিক ঘটনার চেয়ে বেশি। সুপ্রিম কোর্টের মাধ্যমে, এটি ঈশ্বরের কাছ থেকে একটি ইঙ্গিত যে ভারতে যা কিছু ঘটছে, একটি পরিবর্তন প্রয়োজন। অরবিন্দ কেজরিওয়ালের কাছে ভগবান বজরংবালির আশীর্বাদ রয়েছে এবং আজ তিনি আসবেন। জেল থেকে বের হওয়া আমার মনে হয়, তিনি একটি বড় উদ্দেশ্যে জেল থেকে বের হচ্ছেন।” এএপি বলেছে যে সুপ্রিম কোর্টের আদেশটি মূলত একটি “সাংবিধানিক হুমকি” এর বিরুদ্ধে একটি পুশব্যাক।

উল্লেখ্য, আপ সহ বিরোধী  দলগুলি দীর্ঘদিন ধরে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে মিথ্যা মামলা দিয়ে প্রতিদ্বন্দ্বীদের হয়রানি করার জন্য কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করার অভিযোগ করে আসছে। এই  কেজরিওয়ালের জামিনের পরেই বিরোধীরা বিজেপিের বিরুদ্ধে একটি বড় অস্ত্র পেয়ে গেল বলেই মত প্রকাশ করছে রাজনৈতিক মহলের একাংশ। আজই জেল থেকে বাইরে আসবেন কেজরিওয়াল। ২১  মার্চ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গ্রেফতার  করার পরে কেজরিওয়াল বর্তমানে দিল্লির তিহার জেলে বন্দি রয়েছেন।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved