Home Entertainment দীর্ঘ ৩২ বছর পর ফের জুটি বাঁধলেন অমিতাভ-রজনীকান্ত

দীর্ঘ ৩২ বছর পর ফের জুটি বাঁধলেন অমিতাভ-রজনীকান্ত

by Mahanagar Desk
3 views

মহানগর ডেস্ক: আবার পুনরায় জুটি বাঁধতে চলেছেন অমিতাভ বচ্চন এবং রজনীকান্ত। দীর্ঘ ৩২ বছর পর আবারও কোনও সিনেমায় তাদের আবার একসঙ্গে দেখতে পাওয়া যবে বলে জানা গিয়েছে। যার জেরে নতুন করে সিনেজগতে খুশির হাওয়া বইছে।

রজনীকান্তের কোনো ছবি এখনও অবধি কোটির অঙ্কের নিচে লাভ যায়নি। দক্ষিণের মানুষের রজনীকান্তকে ভগবানের আসনে বসিয়েছে। আট দিন হল রজনীকান্তের একটি নতুন সিনেমা মুক্তি পেয়েছে। এক সপ্তাহে বক্স অফিসে লাভের অঙ্ক দাড়িয়েছে আটশো কোটি টাকা। এই ছবিটি দিনে একশো কোটি টাকা লাভ করেছে।

আরও পড়ুন: Rahul Attacks RSS: জম্মু-কাশ্মীরে আরএসএসকে নিশানা রাহুলের

সবেমাত্র মুক্তি পেয়েছে তার নতুন ছবির “জেলর”। রজনীকান্ত কিছুদিন আগে পাহাড়ে সফর করতে গিয়েছিলেন। ফিরে এসে রজনীকান্তের আরেকটি ছবির পরিকল্পনা শুরু করে দিয়েছেন। রজনীকান্তকে এই ছবিতে দেখা যাবে পুলিশের ভূমিকায়। সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে এই ছবিটির শুটিং।

এই ছবিতে দেখা যাবে এক নতুন চমক। ছবিতে দেখা যাবে বিখ্যাত জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চনকে।এখানে বচ্চনকে অভিনয় করতে দেখা যাবে খল চরিত্রে। ৩২বছর আগে অমিতাভ এবং রজনীকান্তকে একসঙ্গে দেখা গিয়েছিল।আবার ৩২বছর আগে আবার তাদের দেখতে পাবে দর্শক।

You may also like