Home Kolkata মহানাগরিকের ঘরেই তৃণমূলে ভাঙন, কংগ্রেসে যোগ দিলেন ফিরহাদের জামাই

মহানাগরিকের ঘরেই তৃণমূলে ভাঙন, কংগ্রেসে যোগ দিলেন ফিরহাদের জামাই

by Admin
0 views

 

 

শেষ রক্ষা হলো না। দল ছাড়লেন নগরোন্নায়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের জামাই। আজই কংগ্রেসে যোগ দিলেন জামাই ইয়াসির হায়দার। তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক ছিলেন ইয়াসির। তৃণমূলে ‘টাইগার’ নামে পরিচিত তিনি। আজ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর পাশে বসে জানালেন দল ছাড়ার কারণ।

একুশের বিধানসভা নির্বাচনের পূর্বে বহুবার দলের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ ঘোষণা করেন কলকাতার মেয়রের জামাই ইয়াসির। এবার পাকাপাকিভাবে দল ছাড়লেন তিনি। শনিবার সাংবাদিক বৈঠক করে ইয়াসিরের দলে যোগ দেওয়ার কথা ঘোষণা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। ফিরহাদের মেয়ে প্রিয়দর্শিনীর স্বামী ইয়াসির। সূত্রে খবর, একাধিকবার বিদেশে টাকা পাচার করতেও যান তিনি। সেই কারণে মন্ত্রী-কন্যাকে নোটিসও পাঠায় ইডি।

কংগ্রেসের যোগদান করে এদিন ইয়াসির হায়দার বলেন, “তৃণমূলেই ছিলাম। কিন্তু ওখানে কাজ করার সুযোগ পাইনি। কোনও তোলাবাজিতে ছিলাম না। কেন ২০১৯-এ আমার নাম মোছা হল, আজও বুঝলাম না।” জামাই কংগ্রেসে যোগ দেওয়ার প্রসঙ্গে ফিরহাদ জানান, “কংগ্রেস দলটাই উঠে যাবে। পরজীবী হয়ে বাঁচা যায় না।”

দীর্ঘদিন ধরেই দলের সঙ্গে দূরত্ব বাড়ছিল ইয়াসিরের। তাঁকে দলীয় পদ থেকে সরিয়েও দেওয়া হয়েছিল। অবশেষে শনিবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর উপস্থিতিতে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করতে দেখা গেল ইয়াসির হায়দরকে। দলবদলের সময় বিভিন্ন নেতা-মন্ত্রীরা ঠিক যেমন অভিযোগ করে থাকেন, যে প্রাক্তন দলে কাজের সুযোগ পাচ্ছিলেন না তাঁরা। ইয়াসিরের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না।

ইয়াসিরের বক্তব্য অনুযায়ী, তিনি রাজনীতিতে এসেছেন মানুষের সেবা করার জন্য। কিন্তু তৃণমূলে থেকে সেটাই করতে পারছেন না তিনি। তাই কংগ্রেসে যোগদান। আজ ইয়াসিরের হাতে দলীয় পতাকা তুলে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বড়ো তৃণমূল নেতার জামাই দলে যোগ দেওয়ায় অধীরের মুখের হাসি ছিল দেখার মত।

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved