Home National ঘন জঙ্গলে সুরক্ষাবাহিনীর সঙ্গে গুলির লড়াই, মৃত দুই মহিলা সহ ৭ মাওবাদী

ঘন জঙ্গলে সুরক্ষাবাহিনীর সঙ্গে গুলির লড়াই, মৃত দুই মহিলা সহ ৭ মাওবাদী

by Shreya Maji
51 views

মহানগর ডেস্ক: লোকসভা নির্বাচনের মধ্যেই চলছে মাওবাদো দমন অভিযান। তাতেই মিলেছে সাফল্য।  মঙ্গলবার ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে দুই মহিলা সহ সাতজন মাওবাদী নিহত হয়েছে।

এনকাউন্টার চলা  ঘটনাস্থল থেকে থেকে AK-47 রাইফেল সহ বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।  ছত্তিশগড় পুলিশের ইন্সপেক্টর জেনারেল পি সুন্দররাজ জানিয়েছেন, এনকাউন্টার চলছে। বিগত কয়েক্মাস ধরেই চলছে মাও দমন অভিযান। তাতেই একাধিক মাওবাদী নিকেশ হয়েছে।  নির্বাচনের আবহে যাতে কোনও রকম  অশান্ত পরিবেশ  তৈরি না হয় সেই দিকেই নজর রেখেছে সুরক্ষাবাহিনী। সোমবার স্পেশাল টাস্ক ফোর্স (STF) এবং জেলা রিজার্ভ ফোর্স দ্বারা নারায়ণপুর এবং কাঙ্কের জেলার সীমান্তে আবুজমাদ অঞ্চলে একটি যৌথ অভিযান শুরু হয়েছিল এবং মঙ্গলবার সকালে একটি এনকাউন্টার হয়েছিল।

সমস্ত সাতটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, এবং শনাক্তকরণ চলছে  বলেই কর্মকর্তারা জানিয়েছেন। এই ঘটনার সাথে  যুক্ত পুলিশের তথ্য অনুসারে, নারায়ণপুর এবং কাঙ্কের সহ সাতটি জেলা নিয়ে রাজ্যের বাস্তার অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সাথে পৃথক সংঘর্ষে এই বছর এ পর্যন্ত  88 জন নকশাল নিহত হয়েছে। ১৬ এপ্রিল, কাঙ্কের জেলায় নিরাপত্তা বাহিনীর সাথে এনকাউন্টারে  ২৯ জন নকশালকে গুলি করে   নিকেশ করা হয়েছিল।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved