Home Bengal “পাতাল থেকেও খুঁজে এনে শাস্তি”, বাংলাকে নতুন হুঙ্কার দিয়ে গেলেন শাহ

“পাতাল থেকেও খুঁজে এনে শাস্তি”, বাংলাকে নতুন হুঙ্কার দিয়ে গেলেন শাহ

by Mahanagar Desk
49 views

মহানগর ডেস্ক : “ভোট-পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের হত্যাকারীদের পাতাল থেকে খুঁজে বার করে এনে জেলে ভরবে বিজেপি সরকার”, মঙ্গলবার বর্ধমানের জনসভা থেকে এই ভাষাতেই রাজ্যের শাসকদল তৃণমূলকে হুঙ্কার দিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুধু তা-ই নয়, রামমন্দির থেকে কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপ— একাধিক ইস্যুতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করে শাহ বুঝিয়ে দিলেন সিএএ, ইউসিসি, এনআরসি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের কোনও গুরুত্বই তাঁর কাছে নেই। পাশাপাশি, বর্ধমানের সভা থেকে অমিত শাহ সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মমতাকে জানিয়ে দিলেম, “এ রাজ্যেও সিএএ কার্যকর হবে”।

এ বারের লোকসভা নির্বাচনে বধর্মান পূর্ব থেকে হরিণঘাটার বিধায়ক কবিয়াল অসীম সরকারকে বিজেপি প্রার্থী করেছে। তাঁরই সমর্থনে মেমারি বিধানসভা এলাকার রসুলপুরে এদিন সভা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবারের সভায় প্রথম থেকে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকারকে  আক্রমণ করে গেলেন শাহ। সেখানেই তিনি টেনে আনলেন ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরে বাংলায় ঘটা হিংসার ঘটনা।

ভোট-পরবর্তী হিংসার কথা বলতে গিয়ে প্রথমেই শাহ সন্দীপ ঘোষ, সুশীল মণ্ডল, সুখদেব প্রামাণিক, রবিন পাল, বলরাম মাঝি, ভাদু দাস-সহ কয়েক জন বিজেপি কর্মীর কথা বলেন। শাহের অভিযোগ, এঁরা সকলেই দিদির ( পড়ুন মমতা বন্দ্যোপাধায়) গুন্ডাদের হাতে খুন হয়েছেন। তার পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হুঙ্কার, ‘‘আমি আজ বলে যাচ্ছি, যাঁরাই এই হত্যা করছে, আমাদের সরকার গঠনের পর সকলকে পাতাল থেকেও খুঁজে বার করে এনে জেলে পাঠানোর কাজ করবে বিজেপি।’’

প্রসঙ্গত, ২০২১ সালে বিধানসভা ভোটের পরে রাজ্য জুড়ে ‘রাজনৈতিক প্রতিহিংসার কারণে’ খুন, ধর্ষণ এবং ধর্ষণের চেষ্টার অভিযোগ প্রকাশ্যে আসে। বিজেপির অভিযোগ ছিল, এই হিংসার কবলে পড়ে তাদের অনেক কর্মী খুন হয়েছেন। তৃণমূলআশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধেই অভিযোগের তির ছিল পদ্মশিবিরের। বিজেপির দাবি ছিল, ভোট-পরবর্তী হিংসার ঘটনার তদন্ত করুক সিবিআই। সেই মোতাবেক কলকাতা হাই কোর্টে মামলাও দায়ের হয়। সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। হাই কোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। কিন্তু সুপ্রিম কোর্টে সিবিআই তদন্তের নির্দেশই বহাল রাখে।

আড়াই বছরের বেশি সময় ধরে এই মামলার তদন্ত করছে সিবিআই। এই মামলার সঙ্গে জড়িত একাধিক ব্যক্তিকে গ্রেফতারও করে তারা। চার্জশিটও জমা করা হয় আদালতে। লোকসভা নির্বাচনের আবহেও একুশের ভোট-পরবর্তী মামলার তদন্ত চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। সাক্ষীদের জেরাও করা হচ্ছে। বলাই চলে, এই মামলার তদন্তে যথেষ্ট সক্রিয় সিবিআই। এই পরিস্থিতিতে বাংলায় ভোটপ্রচারে এসে ভোট-পরবর্তী হিংসার কথা বলেন শাহ।

মঙ্গলবারের সভা থেকে ভোট-পরবর্তী হিংসার প্রসঙ্গ ছাড়াও একাধিক ইস্যুতে বাংলার মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন শাহ। তিনি বলেন, ‘‘অযোধ্যায় রামমন্দির করেছে বিজেপি সরকার। ৭০ বছর ধরে এই রামমন্দির ইস্যু ঝুলিয়ে রেখেছিল কংগ্রেস, তৃণমূল, কমিউনিস্টরা। মোদী সরকার ক্ষমতায় এসেই রামমন্দির করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে মমতাদি এবং ভাইপোকে আমন্ত্রণ পাঠানো হয়েছিল। কিন্তু তাঁরা যাননি।’’ তার পরই সিএএ নিয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দেন শাহ। তিনি স্পষ্ট জানান, বাংলায় সিএএ কার্যকর হবেই।

অমিত শাহ এদিন মমতার পাশাপাশি নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিঁধে বলেন, “আপনারা ভাইপোকে মুখ্যমন্ত্রী দেখতে চান?” দর্শকরা বলেন না। তারপর অমিত শাহ বলেন, “আপনারা নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী দেখতে চান?” দর্শকরা উত্তর দেন “হ্যাঁ”।
অমিত শাহ বলেন, “বাংলায় ৩০টি আসন পেলেই সবার জন্য ৫ লক্ষ টাকার চিকিৎসা বিমা দেওয়া হবে।”

তবে কুণাল ঘোষ অমিত শাহর এই মন্তব্যের উত্তরে বলেন, “এটা লোকসভা নির্বাচন। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আছেন, আরও অনেক বছর মুখ্যমন্ত্রী থাকবেন। তারপর অভিষেক মুখ্যমন্ত্রী হবে, রাজ্যের মানুষই তাঁকে মুখ্যমন্ত্রী নির্বাচিত করবেন।”

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved