Home National বিশ্বের সবচেয়ে দামি গোরু, দাম জানলে চমকে উঠবেনই

বিশ্বের সবচেয়ে দামি গোরু, দাম জানলে চমকে উঠবেনই

by Mahanagar Desk
3 views

মহানগর ডেস্ক:  দুধেল গোরুর (White Colossal Cow) দাম শুনলে চমকে ওঠারই কথা। না চমকানোর কিছু নেই। কারণ গোরুর দাম কত শুনলে আমি-আপনি সবাই ভিমরি খাবো। গোরুর দাম আমরা মোটামুটি জানি। কিন্তু তার দাম এমন নয় যে চমকে উঠতে হবে বা ভিমরি খেতে হবে। ব্রাজিলের নিলামে নেলোর ব্রিড গোরু বিক্রি হল পঁয়ত্রিশ কোটি টাকায় (Most Expensive Cow In World)! দাম শুনে নিশ্চয় চোখ কপালে উঠে গিয়েছে। নিশ্চয় ভাবছেন একটা গোরুর এত দাম হতে পারে? কিন্তু কোনও গল্প নয়। একেবারে নির্ভেজাল সত্যি ঘটনা। আর এটিই সারা বিশ্বে সব থেকে দামি গোরু। আসলে নেলোর ব্রিডের গোরুর এত দাম কেন, সেটা একটু খোলসা করে বলা দরকার। এই গোরুর মাংসের জন্যই এই গোরুর এত দাম। বেশ চকচকে মাংস, সাদা পশম ও কাঁধের কুঁজের জন্য এত কদর এত।

ওখলাহামা স্টেট ইউনিভার্সিটির বক্তব্য অনুযায়ী, এই ব্রিডের গোরু প্রচণ্ড তাপ অনায়াসে সহ্য করতে পারে। থলথলে ও নরম চামড়া। ইউরোপের গোরুদের মতো গোরুটির দুটি গ্ল্যান্ডও রয়েছে। নেলোর ব্রিড অন্ধ্রপ্রদেশের নেলোর থেকে এসেছো। এই ব্রিডের গোরু খুব কম মানের খাবার খেয়ে দিব্য ভালো থাকে। পরিপাক যন্ত্রও যথেষ্ট ভালো। ওই গোরুটির অর্ধেক মালিকানা ২০২২ সালে বিক্রি হয়ে গিয়েছে। দাম ছ কোটি টাকা। যা আগের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছিল। গোরুটির এক তৃতীয়াংশ মালিক হল ভিয়াটিনা নাইন্টিন এফআই ভি মারা ইমোভিস। ভারতীয় মুদ্রায় এগারো কোটি টাকা। সব মিলিয়ে গোরুটির দাম পঁয়ত্রিশ কোটি টাকা!

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved