Home Lifestyle দীর্ঘদিন কোভিডে ভোগার পর বেঁচে ফেরাদের মধ্যে অদ্ভুত উপসর্গ

দীর্ঘদিন কোভিডে ভোগার পর বেঁচে ফেরাদের মধ্যে অদ্ভুত উপসর্গ

by Admin
0 views

মহানগর ডেস্ক: কোভিডের (Covid Coronavirus) মতো ভয়ঙ্কর মহামারীর কথা কে ভুলতে পেরেছে? আজও সেই বিভীষিকার স্মৃতি আমাদের তাড়া করে বেরায়। ২০২০ আর ২০২১। গোটা দুনিয়াকে একরকম দুমড়ে মুছড়ে দিয়েছিল সেই প্রাণ কাঁপানো মারণ ভাইরাস। এদেশ থেকে বিদেশ, আমেরিকা হোক বা ইরান, সব দেশেই মারণ থাবা বসিয়েছিল করোনা। প্রাণ গিয়েছিল লক্ষ লক্ষ মানুষের। তবে কেউ কেউ কোভিডের মারণ থাবা থেকে রেহাই পেয়েছিলেন দীর্ঘ চিকিৎসার পর। যাঁরা দীর্ঘদিন কোভিডে ভুগে বেঁচে ফিরেছেন, তাঁদের মধ্যে দেখা দিয়েছে অন্যরকমের উপসর্গ। সেই উপসর্গ ভাবিয়ে তুলতে শুরু করেছে চিকিৎসকদের।

সেই উপসর্গ হল এক টানা দাঁড়িয়ে থাকলে দুটো পা নীল হয়ে যাচ্ছে (Legs Turns Blue)। দীর্ঘদিন কোভিডে (Covid Coronavirus) ভোগা (Suffered Long Covid19) রোগীর এমন উপসর্গের ঘটনা ল্যানসেটের পত্রিকায় সম্প্রতি প্রকাশিত হয়েছে। ৩৩ বছরের ওই রোগীর উপসর্গের অবস্থাকে অ্যাক্রোসিয়ানোসিস বলে বর্ণনা করেছে ওই সমীক্ষায়। পায়ের শিরায় রক্ত ঠেলে বেরিয়ে আসাকেই অ্যাক্রোসিয়ানোসিস বলা হয়ে থাকে। এক মিনিট দাঁড়িয়ে থাকার পর পায়ের রং বদলে লাল হয়ে ওঠে। তারপরই ফের ধীরে ধীরে নীল হয়ে ওঠে। নীল শিরাগুলি ভালো করে ফুটে উঠতে থাকে। ব্রিটেনের লিডসের ইউনিভার্সিটির করা সমীক্ষায় এমনটি জানা গিয়েছে। দশ মিনিট দাঁড়িয়ে থাকলে রং স্পষ্ট দেখা যায়। রোগীর পা দুটি অসম্ভব ভারী হয়ে ওঠে। দু পায়ে চুলকানি শুরু হতে থাকে। তবে বসে থাকলে পায়ের আগের রং ফিরে আসে। রোগী জানিয়েছেন কোভিডের পর থেকেই তিনি এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে শুরু করেছেন।

সমীক্ষায় গবেষকরা তাঁর অভিজ্ঞতার কথা জানিয়েছেন। সমীক্ষার লেখক ও অ্যাসোসিয়েট ক্লিনিকাল প্রফেসর মনোজ সিভান জানিয়েছেন কোভিডে আক্রান্ত হওয়ার আগে এই অ্যাক্রোসিয়ানোসিস সম্পর্কে কিছু জানতেন না রোগী। এমন লক্ষণ দেখা যাওয়ার পর পরীক্ষা করে তাঁর পোস্টুরাল অর্থোস্ট্যাটিক টাজিকার্জিয়া নির্ণয় করা হয়। এতে রোগী দাঁড়িয়ে থাকলে হার্টের গতি অস্বাভাবিক বেড়ে যায়। প্রসঙ্গত, যাঁরা দীর্ঘদিন কোভিডে ভুগেছেন তাঁদের শরীরের একাধিক অঙ্গে প্রভাব পড়েছে। প্রভাব পড়েছে স্নায়ুতন্ত্রতেও। যে ব্যবস্থা শরীরে নানা বিষয়ে প্রভাব ফেলে থাকে। হৃদযন্ত্রের গতি, রক্তচাপ ও শ্বাস, হজমে প্রভাব ফেলে। এমনকী যৌন ইচ্ছেতেই এর প্রভাব পড়ে থাকে। এর আগে ছোটদের মধ্যে অ্যাক্রোসিয়ানোসিস দেখা যেতো। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রে অস্বাভাবিক কাজ না করার বিষয়টি লক্ষ্য করা যেতো। সিভান জানিয়েছেন রোগীরা এটি যে দীর্ঘদিন কোভিডে ভোগার পর এমনটি হচ্ছে, সে সম্পর্কে সচেতন ছিলেন না। এছাড়া চিকিৎসকরাও দীর্ঘদিন কোভিডে ভোগার সঙ্গে যে এর যোগ রয়েছে, সে সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন না।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved