Home National গাড়ির সঙ্গে সেনার বাসের সংঘর্ষে মৃত ৩, আহত ২৬ জন জওয়ান

গাড়ির সঙ্গে সেনার বাসের সংঘর্ষে মৃত ৩, আহত ২৬ জন জওয়ান

by Shreya Maji
125 views

 মহানগর ডেস্ক:    মর্মান্তিক দুর্ঘটনা।  শনিবার ভোরে মধ্যপ্রদেশের সিওনি জেলায় একটি গাড়ির  সঙ্গে সংঘর্ষে উলতে গেল  বিশেষ সশস্ত্র বাহিনী (SAF) জওয়ানদের বহনকারী একটি বাস। বাস  উল্টেই মৃত্যু হয়েছে ৩ জনের। আহত হয়েছেন আরও ২৬ জন।   ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছেক একজন জওয়ান গুরুতর আহত হয়েছেন এবং  তাঁকে মহারাষ্ট্রের নাগপুরে রেফার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে,  জেলা সদর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে সিওনি-মন্ডলা রাজ্য সড়কের ধনাগাধা গ্রামের কাছে   দুর্ঘটনাটি ঘটেছে।কেওলারি থানার ইনচার্জ চেইন সিং উইকে পিটিআইকে জানিয়েছেন, রাজ্য পুলিশের ৩৫তম ব্যাটালিয়নের এসএএফ-এর কর্মীদের বহনকারী একটি বাস মান্ডলা থেকে পান্ধুরনা (ছিন্দওয়ারা) যাওয়ার সময় একটি গাড়িতে ধক্কা দেয়। ওই গাড়িতে  চালক সহ পাঁচজন আরোহী ছিলেন। দুর্ঘটনায় কানহাইয়া জাসওয়ানি (৭৫), নিকলেশ জাসওয়ানি (৪৫) এবং গাড়িতে থাকা চালক পুরুষোত্তম মহোবিয়ার (৩৭)  মৃত্যু হয়েছে। নিহতরা মান্ডলার বাসিন্দা। আহত অপর দুই গাড়ি আরোহীকে কেওলারি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া  হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।

এক পুলিশ কর্তা জানিয়েছেন যারা গাড়িতে ছিলেন   তাঁরা   হাসপাতাল-সম্পর্কিত কাজ শেষে নাগপুর থেকে ফিরে আসছিলেন। দুর্ঘটনার পর SAF জওয়ানদের বহনকারী বাসটি উল্টে যায়। মোট  ২৬ জন এসএএফ জওয়ান আহত হয়েছেন এবং তাঁদের কেওলারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গুরুতর আহতদের মধ্যে একজনকে নাগপুরে রেফার করা হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved