Home National মানুষের নিরাপত্তা, জীবন নিয়ে রেল আর কবে সতর্ক হবে, মাদুরাইয়ের ঘটনা নিয়ে প্রশ্ন মমতার

মানুষের নিরাপত্তা, জীবন নিয়ে রেল আর কবে সতর্ক হবে, মাদুরাইয়ের ঘটনা নিয়ে প্রশ্ন মমতার

by Shreya Maji
1 views

কলকাতা:  শনিবার  সকালে মাদুরাই রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা  ট্রেনের বগিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে  কমপক্ষে ১০  জনের মৃত্যু হয়েছে। বালাসোরের ঘটনার পর একের এক ট্রেন দুর্ঘটনা নিয়ে স্বাভাবিক ভাবেই উঠছে প্রশ্ন। মাদুরাইয়ের ঘটনা নিয়ে এবার প্রশ্ন তুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দায়ী করলেন রেলের এই সতর্ক না হওয়ার মনভাবকে। মুখ্যমন্ত্রী ঘটনায় শোকপ্রকাশ করে করেছেন টুইটও।

ট্যুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, “রেলওয়েতে আরেকটি বিধ্বংসী ঘটনা, এই সময় আজ মাদুরাই (তামিলনাড়ু) তে , একটি ট্রেনে একটি বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এবং প্রায় ৯ জনের মর্মান্তিক মৃত্যু এবং কমপক্ষে ২০ জন গুরুতর জখম হয়েছেন।  যদিও আমি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আহতদের জন্য প্রার্থনা করছি, আশা করি তদন্তের দায়িত্ব শীঘ্রই ঠিক হবে। মানুষের নিরাপত্তা এবং জীবন নিয়ে রেল কর্তৃপক্ষ কবে আরও বেশি সজাগ এবং সতর্ক হবেন, আমি কি জানতে পারি? ” এই টুইটের মাধ্যমে রেলমন্ত্রককে যে তিনি খোঁচা দিয়েছেন তা আর বলার অপেক্ষা রাখে না। এই ঘটনার সঙ্গে যুক্তদেড় শাস্তির দাবিও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।  দক্ষিণ রেলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগুনে ১০ জন নিহত হয়েছে।পুলিশ,  দমকল কর্মীরা এবং রেলওয়ের কর্মীরা   বগি থেকে পুড়ে যাওয়া  মৃতদেহগুলি বের করে।

উল্লেখ্য, ঘটনা নিয়ে  দক্ষিণ রেলওয়ে জানিয়েছে যে বোর্ডে থাকা একটি “অবৈধ গ্যাস সিলিন্ডার” থেকেই আগুন লেগেছে। জানা গিয়েছে   “প্রাইভেট পার্টি কোচ” এর যাত্রীরা উত্তরপ্রদেশের লখনউ থেকে এসেছিলেন। জিজ্ঞাসাবাদের জন্য স্টেশনে ছুটে আসা মাদুরাই জেলা কালেক্টর এমএস সঙ্গীতা জানিয়েছেন, ট্রেনের বগিতে আগুনের ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। আহত ২০ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। দক্ষিণ রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আজ ভোর ৫:১৫ মিনিটে আগুন লাগে এবং ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টা পরে সকাল ৭:১৫ নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে। বিবৃতিতে আরও বলা হয়েছে, “এটি একটি প্রাইভেট পার্টি কোচ যেটি গতকাল (২৫ আগস্ট) ট্রেন নং 16730 (পুনালুর-মাদুরাই এক্সপ্রেস)   নাগেরকয়েল জংশনে সংযুক্ত ছিল। পার্টি কোচটি আলাদা করে মাদুরাই স্ট্যাবলিং লাইনে রাখা হয়েছিল। প্রাইভেট পার্টি কোচে যাত্রীরা ছিলেন। পাচার করা গ্যাস সিলিন্ডারের ফলে আগুন লেগেছে।”

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved