Home Bengal বিধানসভার পাশ হতে চলেছে “পশ্চিমবঙ্গ দিবস” প্রস্তাব, নির্ধারিত হবে রাজ্যসংগীত

বিধানসভার পাশ হতে চলেছে “পশ্চিমবঙ্গ দিবস” প্রস্তাব, নির্ধারিত হবে রাজ্যসংগীত

by Mahanagar Desk
0 views

কলকাতা: আগামী ৪ সেপ্টেম্বর রাজ্য বিধানসভায় পাস হতে পারে “পশ্চিমবঙ্গ দিবস” প্রস্তাব। ইতিমধ্যেই আগামী মঙ্গলবার একটি সর্ব দলীয় বৈঠকের আয়োজন করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে ওই বৈঠকে। নবান্নে করা হয়েছে বৈঠকের আয়োজন। সব ঠিকঠাক থাকলে ৪ সেপ্টেম্বর বিধানসভায় “পশ্চিমবঙ্গ দিবস” প্রস্তাব পাস হওয়ার পাশাপাশি, নির্ধারিত হতে পারে রাজ্য সংগীত।

উল্লেখ্য, প্রতিবছর ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয় রাজভবনে। ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালিত হয় রাজভবনে। গোয়া দিবস, সিকিম দিবস, এমনকী, তেলেঙ্গানা দিবসের মতোই এ রাজ্যের জন্মদিন হিসেবে ২০ জুন দিনটিকেই নির্ধারণ করা হয়। দেশের প্রতিটি রাজভবনেই বিভিন্ন রাজ্যের প্রতিষ্ঠাদিবস পালন করতে হবে। শুধু তাই নয়, তালিকায় ২০ জুন তারিখটিকেই ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে উল্লেখ করা হয়েছে। কেন্দ্রের তরফে নির্দেশিকা জারি করে একথা আগেই জানানো হয়েছে।

আরও পড়ুন: মানুষের নিরাপত্তা, জীবন নিয়ে রেল আর কবে সতর্ক হবে, মাদুরাইয়ের ঘটনা নিয়ে প্রশ্ন মমতার

পশ্চিমবঙ্গ দিবস কবে পালন করা হবে? সেই নিয়ে রাজ্য এবং রাজ্যপালের সংঘাত চরমে ওঠে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি দেন। সেখানে তিনি লেখেন, “২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালনের সিদ্ধান্তে আমি স্তম্ভিত। আপনার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। আপনি মেনে নিয়েছিলেন যে, কোনও একটি নির্দিষ্ট দিনকে পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা দিবস হিসেবে ঘোষণা করা কাঙ্খিত নয়। ২০ জুন তারিখে পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠিত হয়েছিল বলে শুনিনি। কেন্দ্রের একতরফা সিদ্ধান্ত বিস্ময়কর ও উদ্বেগজনক”।

আবার বিধানসভায় বর্তমানে বর্ষাকালীন অধিবেশন চলছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে ৭ সদস্যের একটি কমিটি গঠন করেছেন। মঙ্গলবার সেই কমিটি সদস্যদের সঙ্গে বৈঠক করেন। সূত্রের খবর, কমিটির প্রস্তাব, পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস পালন করা হোক। মুখ্যমন্ত্রীর অনুমোদন পেলেই দিনটি পালন করা হবে বলে জানা গিয়েছে। আগে একবার সর্বদলীয় বৈঠকের আয়োজন করেছেন মুখ্যমন্ত্রী।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved