Home Kolkata যাদবপুর ক্যাম্পাস থেকে উদ্ধার প্রচুর মদের বোতল, উপাচার্য যা বললেন…

যাদবপুর ক্যাম্পাস থেকে উদ্ধার প্রচুর মদের বোতল, উপাচার্য যা বললেন…

by Mahanagar Desk
1 views

কলকাতা:  যাদবপুর ক্যাম্পাস থেকে প্রচুর পরিমাণে মদের বোতল উদ্ধার হয়েছে। ওপেন এয়ার থিয়েটার থেকে এই মদের বোতল উদ্ধার করেন সাফাই কর্মীরা। শনিবার সাফাই কর্মীরা ওপেন এয়ার থিয়েটার পরিষ্কার করছিলেন। সেই সময় ওই জায়গা থেকে এক বস্তা ভর্তি মদের বোতল আবিষ্কার করেন তাঁরা। যাদবপুর ক্যাম্পাসে নজরদারি ক্যামেরা নিয়ে টালবাহানার মধ্যে মদের বোতল উদ্ধার হওয়া থেকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্ববিদ্যালয় চত্বরে।

বিশ্ববিদ্যালয় চত্বরে মদের বোতল উদ্ধার হওয়ার ঘটনা প্রসঙ্গে উপাচার্য বুদ্ধদেব সাউ বলেন,”বুঝতেই পারছেন কেন নিরাপত্তা দরকার। এজন্য আচার্যও চিন্তিত হয়ে পড়েছেন। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ক্যাম্পাসে মাদক ঢোকা বন্ধ করা যায় কি না, সেই চেষ্টা চলছে।” যাদবপুর ইউনিভার্সিটিতে এই প্রথমবার মদের বোতল পাওয়া গিয়েছে এমনটা নয়। এক সাফাই কর্মী এই প্রসঙ্গে বলেন, একমাস আগে ওপেন থিয়েটার পরিষ্কার করতে গিয়ে প্রচুর পরিমাণে মদের বোতল উদ্ধার করেছিলেন তাই কর্মীরা। মদের বোতল উদ্ধার হওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে বর্তমান উপাচার্যের মধ্যে তরজা।

একদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন উপাচার্য অভিজিৎ ভট্টাচার্য বলেন, “বিভিন্ন ধরনের মাদক মেলে ক্যাম্পাসে। নেশা করিয়ে ছাত্রছাত্রীদের কেরিয়ার শেষ করে দেওয়া হয়।” অন্যদিকে, বর্তমান উপাচার্য বলছেন,”আমি দায়িত্ব নেওয়ার আগে কী হয়েছে তা বলতে পারব না। সেটা তখনকার কর্তৃপক্ষ বলতে পারবেন। তবে আপনারা নিশ্চই বুঝতে পারছেন নিরাপত্তার প্রযোজন কেন? রাজ্যপালও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। কী ভাবে প্রযুক্তি ব্যবহার করে যাদবপুরে মাদকের প্রবেশ রোখা যায় তা খতিয়ে দেখতে বলেছেন তিনি”। যাদবপুর ক্যাম্পাসে মদের বোতল উদ্ধারের ঘটনা প্রসঙ্গে আরেক সাফাই কর্মী জানান, প্রতি মাসে একবার করে ওপেন এয়ার থিয়েটার সাফাই হয়। এটা নতুন কিছু নয়। প্রতি মাসেই এখান থেকে বস্তা বস্তা বিয়ারের বোতল উদ্ধার হয়। এবার বরং একটু কম হয়েছে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved