Home National মাত্রাতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সোমবার তামিলনাড়ুর সমস্ত স্কুল-কলেজ বন্ধ

মাত্রাতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সোমবার তামিলনাড়ুর সমস্ত স্কুল-কলেজ বন্ধ

by Mahanagar Desk
7 views

মহানগর ডেস্ক: মাসভর তামিলনাড়ু জুড়ে বন্যায় দিশেহারা সাধারণ মানুষ। গত ৪ ডিসেম্বর থেকে শহরটি বৃষ্টিতে প্লাবিত হচ্ছে। দক্ষিণ শ্রীলঙ্কার উপকূলে ভারত মহাসাগর এবং দক্ষিণ-পশ্চিম বঙ্গোপ সাগরের উপর ঘূর্ণিঝড় সঞ্চালনের প্রভাবের কারণে রবিবার থিরুনেলভেলি, থুথুকুডি এবং টেনকাসি সহ তামিলনাড়ুর দক্ষিণ জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত বহাল রয়েছে।

এই প্রবল বৃষ্টির কারণে সোমবার, ১৮ ডিসেম্বর কন্যাকুমারী, থুথুকুডি, তিরুনেলভেলি এবং টেনকাসি জেলার স্কুল ও কলেজগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে। রবিবার টানা বর্ষণে এসব জেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতার খবর পাওয়া গেছে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, থুথুকুডিতে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় কোভিলপট্টিতে একটি রেলওয়ে পাতাল রেল জলাবদ্ধ হয়ে পড়েছে। একইভাবে, কন্যাকুমারীতে প্রবল বর্ষণে নাগেরকয়েলে অনেক রাস্তা জলাবদ্ধ হয়ে পড়েছে। থুথুকুডিতে গাছ উপড়ে ও যানবাহন ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাও ঘটেছে। তাই তিরুনেলভেলি এবং থুথুকুডির সংগ্রাহকরা মানুষকে তামিরাবরানি নদী থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন কারণ জলপ্রবাহ বৃদ্ধির কারণে জলের স্রোত বেড়েছে। অন্যান্য জলাশয়েও জলের স্তর বেড়েছে।

আবহাওয়া পরিস্থিতির প্রতিক্রিয়ায়, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) চারটি দলকে উদ্ধার সরঞ্জাম সহ থুথুকুডি, তিরুনেলভেলি এবং কনিয়াকুমারীতে মোতায়েন করা হচ্ছে। ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (IMD) তামিলনাড়ু এবং কেরালার দক্ষিণের জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি করেছে রবিবার এবং সোমবার৷

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved