Home National চন্দ্রযান ৩-এর সাফল্যের শুভেচ্ছা জানিয়ে ইসরোর প্রধানকে চিঠি সোনিয়ার, কি লিখলেন তিনি

চন্দ্রযান ৩-এর সাফল্যের শুভেচ্ছা জানিয়ে ইসরোর প্রধানকে চিঠি সোনিয়ার, কি লিখলেন তিনি

by Shreya Maji
1 views

নিজস্ব সংবাদদাতা : চাঁদের মাটিতে চন্দ্রযান ৩ এর সফল অবতরণ করিয়ে বুধবার  ইতিহাস গড়ে ফেলেছে ভারত। ৪০ দিনের সফর শেষে সাফল্যের মুখ দেখেছে চন্দ্রযান ৩ এর ল্যান্ডার বিক্রম। গোটা ভারতের কাছে যা অত্যন্ত গর্বের একটি বিষয়। শুধুমাত্র ইসরোরই নয়, কেন্দ্রের জন্যও বড় সাফল্য। এখন গোটা ভারত জুড়ে শুধু আবেগের মহোৎসব। বিক্রম ল্যান্ডারের চাঁদের মাটিতে সফল ল্যান্ডিং নিয়ে ইসরোর প্রশংসা করলেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী। সংস্থার চেয়ারম্যান তথা চন্দ্রযান-৩ মিশনের আসল কর্মকর্তা এস সোমনাথকে চিঠি লিখে ইসরোর প্রশংসা করেছেন সোনিয়া গান্ধী।

তিনি চিঠিতে লিখেছেন, ” আমি কতটা আনন্দিত হয়েছি তা আপনাকে বলে বোঝাতে পারবোনা। আমি আপ্লুত। এটি আমাদের ভারতবর্ষের কাছে খুব গর্বের একটি বিষয়।প্রতিটি ভারতবাসীর মতো আমি খুব উৎসাহিত। আর যেভাবে নব প্রজন্ম উৎসাহিত হয়েছে তাতে আমি আরও আনন্দিত।” এছাড়াও তিনি আরও লিখেছেন, “যুগের পর যুগ ধরে ইসরোর এই অসাধারণ কৃতিত্বে আমরা সবাই সাফল্য অর্জন করতে পেরেছি। বিজ্ঞানীদের অসামান্য পরিশ্রম আরও সাফল্য এনে দিয়েছে। ৬০ এর দশকে ইসরোর পথ চলা শুরু হয়েছিল আজ সেই ইসরো উন্নতির শিখরে পৌঁছে গিয়েছে।”

ভারত চতুর্থ দেশ হিসেবে এই বিরল কৃতিত্ব অর্জন করেছে। এর আগে চাঁদের দক্ষিণ মেরুতে কোন দেশ পৌঁছাতে পারেনি। ভারত প্রথম দেশ হিসাবে সেখানে গিয়েছে।ইসরোর চেয়ারম্যান এস সোমনাথের বহু প্রতীক্ষিত চন্দ্রযান মিশনের সাফল্যতা আজ দেশের নাম উজ্জ্বল করেছে। চন্দ্রযান চাঁদের মাটিতে স্পর্শ করা মাত্রই মুখে হাসি ফোটে এস সোমনাথের। তিনি বলেছেন, “ইন্ডিয়া ইজ অন মুন নাও।”।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved