Home National মণিপুরের ঘটনার পুনরাবৃত্তি, নিগ্রহের শিকার উত্তরপ্রদেশে র দলিত কিশোরী

মণিপুরের ঘটনার পুনরাবৃত্তি, নিগ্রহের শিকার উত্তরপ্রদেশে র দলিত কিশোরী

by Mahanagar Desk
0 views

নিজস্ব সংবাদদাতা: মণিপুরকাণ্ডের ছায়া এবার উত্তরপ্রদেশে। নিগ্রহের শিকার হতে হল এক দলিত কিশোরীকে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের জৌনপুর এলাকায়। ওই এলাকার নিগ্রহের শিকার হতে হয় এক দলিত কিশোরীকে। এমনকি সমগ্র ঘটনার ভিডিও রেকর্ডও করা হয়। এখানেই শেষ নয়, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয়েছে সেই ভিডিও। এরপর দলিত কিশোরীকে নির্যাতনের ভিডিও প্রকাশ্যে আসতেই তোলপাড় হয়ে যায় গোটা সোশ্যাল মিডিয়া।

এই ভিডিও প্রকাশ্যে আসার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই ছয় জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও কিশোরীর মায়ের অভিযোগের ওপর ভিত্তি করে ভারতীয় দণ্ডবিধির ১৪৭, ৩৫৪, ৫০৪ এবং ৫০৬ ধারায় মামলা রুজু হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। শুধু তাই নয়, পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, তফসিলি জাতি এবং উপজাতি আইনেও অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুন:নতুন চমক, এবার নায়কের ভূমিকায় “তোপসে”

এপ্রসঙ্গে জৌনপুরের পুলিশ সুপার অজয় পাল শর্মা জানান, মাছলিশহর এলাকা থেকে ছয় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওটি যথাযথভাবে যাচাই করার পর জানা গিয়েছে, ঘটনাটি ওই এলাকারই ঘটনা। নিগৃহীতা কিশোরী পুলিশকে জানান, আশিস, ভিকি, গোরে, প্রমোদ, পাপ্পু এবং শেষমণি নামে ছয় যুবক, তাঁকে জোর জবরদস্ত একটি নির্জন জায়গায় নিয়ে যায়। তার পর তাঁকে সেখানেই নিগ্রহ করা হয়। সাহায্যের জন্য চিৎকার করতেই স্থানীয়রা ছুটে এলে যুবকেরা পালিয়ে যায়।

নির্যাতিতা দলিত কিশোরীর আরও অভিযোগ, এই ঘটনার কথা কাউকে জানালেই প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। সেই ভয়ে কাউকে কিছু জানায়নি বলে কিশোরীর পরিবারের দাবি। কিন্তু ভিডিওটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই পুলিশের দ্বারস্থ হন ওই কিশোরীর মা। তারপরেই ঘটনায় অভিযুক্ত ছয় জন যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় পুলিশের কাছে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved