Home National দিল্লিতে বসছে মোদী-নাড্ডার জাতীয় কার্যনির্বাহী বৈঠক, উঠতে পারে সাম্প্রতিক বাংলার প্রসঙ্গ

দিল্লিতে বসছে মোদী-নাড্ডার জাতীয় কার্যনির্বাহী বৈঠক, উঠতে পারে সাম্প্রতিক বাংলার প্রসঙ্গ

by Shreya Maji
39 views
মহানগর ডেস্ক:  আজ শনিবার থেকে শুরু হচ্ছে বিজেপি নীতি নির্ধারক কমিটির অধিবেশন।  নজরে লোকসভা ভোট। তাতেই ৩৭০টির  বেশী নিজেদের দখলে রাখার জন্য কি কি পরিকল্পনা দরকার সেই সমস্ত নীত নির্ধারণ করার জন্য হচ্ছে বৈঠক। যার নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।   বিজেপি ১৭-১৮ফেব্রুয়ারি  দিল্লিরr ভারত মণ্ডপে একটি দুই দিনের জাতীয় সম্মেলনের আয়োজন করেছে   যার মধ্যে  ১১ হাজাররে  বেশি প্রতিনিধি রয়েছে। জাতীয় এবং রাজ্য অফিসের আধিকারিকরা রয়েছেন।
 আজ ১৭ ফেব্রুয়ারি বিজেপির জাতীয় পদাধিকারীদের একটি বৈঠকের জন্য নির্ধারিত হয়েছে, যাতে সম্ভবত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও উপস্থিত থাকবেন। সভাটি  সকাল ৯.৩০ টায় শুরু হবে। পরে, বিকাল ৩টে নাগাদ    বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা  ভাষণ দেবেন । ১৮  ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর  সমাপনী ভাষণ দিয়ে সম্মেলনটি শেষ হবে। বিজেপির সাধারণ সম্পাদক, সেলের আহ্বায়ক, সমস্ত মোর্চা, পৌর কর্পোরেশন, পৌরসভা, নগর পঞ্চায়েত এবং জেলা পঞ্চায়েতের সভাপতিদের সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে। জাতীয় কার্যনির্বাহী, জাতীয় পরিষদের পদাধিকারীরা, সারা দেশে জেলা সভাপতি, জেলা ইনচার্জ, লোকসভার ইনচার্জ, ক্লাস্টার ইনচার্জ, লোকসভার আহ্বায়ক, লোকসভা সম্প্রসারণকারী, শৃঙ্খলা কমিটি, অর্থ কমিটি, রাজ্যগুলির মুখ্য মুখপাত্র, মিডিয়া সেলের আহ্বায়ক, এবং আইটি সেলের বিভিন্ন স্তরের আহ্বায়কসহ সারাদেশের আইটি সেলের কর্মকর্তাদেরও দুদিনের ব্রেন স্টর্মিং সেশনে আমন্ত্রণ জানানো হয়েছে।
সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, জাতীয় সম্মেলনের সভায় দুটি রেজুলেশন পাস হবে। এই প্রস্তাবগুলির মধ্যে, একটি রাজনৈতিক প্রস্তাব হতে পারে এবং অন্যটি অর্থনৈতিক, সামাজিক এবং রাম মন্দির-সম্পর্কিত বিষয়গুলির উপর ভিত্তি করে হতে পারে।  এই প্রস্তাবগুলির মধ্যে অযোধ্যার গ্র্যান্ড রাম মন্দিরে রাম ললার পবিত্রতা, মহিলাদের সংরক্ষণ, জ্ঞানের সূত্র,   দরিদ্র, যুবক, কৃষক  এবং মহিলাদের  কল্যাণের জন্য সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলি অন্তর্ভুক্ত ছিল। রয়েছে চন্দ্রযান মিশন সহ ইসরোর সমস্ত সাফল্য। করোনার বৈশ্বিক সংকটের সময় মোদি সরকারের কার্যকর পদক্ষেপ এবং COVID-19 ভ্যাকসিন এবং দেশীয় বিমান তেজস সহ প্রতিরক্ষা ক্ষেত্রে অর্জন সহ অনেকগুলি বড় সাফল্য উল্লেখ করা যেতে পারে। এছাড়াও বাংলার আইন শৃঙ্খলা নিয়েও কথা হতে পারে বলেও খবর রয়েছে।   দিল্লির বৈঠকে সন্দেশখালি-সহ বাংলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ উঠে আসতে পারে । বৈঠকে থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপি রাজ্য সংগঠনের শীর্ষ নেতারা।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved