Home National ফের বিপত্তি ইন্ডিগোর বিমানে! হল না শেষ রক্ষা

ফের বিপত্তি ইন্ডিগোর বিমানে! হল না শেষ রক্ষা

by Mahanagar Desk
1 views

নিজস্ব সংবাদদাতা: জরুরী অবতরণ করিয়েও হলো না শেষ রক্ষা। মাঝ আকাশে গল গল করে রক্তবমি। যাত্রীর শারীরিক অবস্থা দেখে তড়িঘড়ি বিমানের জরুরি অবতরণ করালেন পাইলট।  কিন্তু, শেষ পর্যন্ত বাঁচানো গেল না তাঁকে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা যাত্রীকে মৃত বলে ঘোষণা করেন । সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মুম্বই-রাঁচি ইন্ডিগো বিমানে।

সোমবার রাতে মুম্বই থেকে ইন্ডিগোর বিমানে করে রাঁচি যাচ্ছিলেন তিনি। ইন্ডিগো সূত্রে জানা গিয়েছে, মৃত ওই যাত্রীর নাম দেবানন্দ তিওয়াড়ি (৬২)। তিনি বিমানে ওঠার পর আচমকাই অসুস্থ হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানাচ্ছেন, মাঝ আকাশে তাঁর অস্বস্তি শুরু হয়। আচমকাই বমি করতে শুরু করেন তিনি। মুখ দিয়ে গল গল করে রক্ত বেরিয়ে আসে তাঁর। ক্রু সদস্য মারফত খবর পৌঁছোয় পাইলটের কাছে।কোনওরকম ঝুঁকি না নিয়ে তিনি যোগাযোগ করেন ATS-এর সঙ্গে। এরপরই বিমানটির জরুরি অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। নাগপুরের বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে . ইন্ডিগো 6E 5093 বিমানটির এমারজেন্সি ল্যান্ডিং হয়।

তড়িঘড়ি দেবানন্দ ত্রিবেদী নামে ওই অসুস্থ যাত্রীকে নাগপুরের মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। কিন্তু, সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। KIMS হাসপাতালের তরফে জানানো হয়, মৃত অবস্থাতেই যাত্রীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তিনি টিইবারকুলোসিস রোগে আক্রান্ত ছিলেন। সে কারণেই মাঝ আকাশে তাঁর রক্তবমি হয়।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved