Home National ডিএ-র পাশাপাশি সরকারি কর্মচারীরা পাবেন ‘বাড়ি ভাড়া ভাতা’

ডিএ-র পাশাপাশি সরকারি কর্মচারীরা পাবেন ‘বাড়ি ভাড়া ভাতা’

by Mahanagar Desk
22 views

মহানগর ডেস্ক: একপ্রকার ভাগ্যের ব্যাপার সরকারি চাকরি পাওয়া। অনেকেই আছেন যাঁদের মধ্যে কেউ কেউ আছেন যারা রাজ্য সরকারি চাকরি স্বপ্ন দেখেন আবার কেউ কেউ এমনও আছেন যারা কেন্দ্রীয় সরকারি চাকরির পাওয়ার স্বপ্ন বুনে থাকেন। যুবক যুবতীরা তার জন্য বছরের পর বছর ধরে কঠিন অধ্যবসা, একের পর এক পরীক্ষায় বসা সহ অনেক কিছুই করে থাকেন। এবার আপনিও যদি সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে একটি দুর্দান্ত খবর রইল আপনার জন্য। আপনার জন্য দারুন লাভদায়ক হতে চলেছে চলতি বছরের মত সামনের বছর অর্থাৎ ২০২৪ সালটাও। কেন্দ্রীয় সরকার চলতি বছরে দুর্গাপুজোর ঠিক আগে ডিএ বাড়িয়ে সকলকে চমকে দিয়েছিল। তবে এবার কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে ৪৬ শতাংশ ডিএ পেতে চলেছেন।

তবে হ্যাঁ একটি গুরুত্বপূর্ণ কথা।এখনই কিন্তু কোনও দরকার নেই লাফানোর, কারণ আপনি দারুণ লাভদায়ক হতে চলেছেন ২০২৪ সালে।স প্তম বেতন পে কমিশন অনুযায়ী সামনের বছর ডিএ তো বাড়বেই তার ওপর বাড়ি ভাড়া ভাতাও অর্থাৎ এইচআরএ এক ধাক্কায় অনেকটাই বাড়তে চলেছে। এমনটাই জানা গিয়েছে সূত্রের খবরে।বছরে দু’বার বাড়ানো হয় কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ্য ভাতা বা ডিএ। এবার সবকিছু ঠিকঠাক থাকলে আর্থিক বছরের জন্য ২০২৪ সালের মার্চ মাসে ঘোষণা করা যেতে পারে মহার্ঘ্য ভাতা বৃদ্ধির ব্যাপারে।

উল্লেখ্য,মনে করা হচ্ছে, নতুন বছরে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা আরও বাড়তে পারে সরকার। বাড়ি ভাড়া ভাতা (HRA)ও বাড়তে চলেছে। নিয়ম অনুযায়ী, সরকার কর্মচারীদের হাউজ রেন্ট অ্যালাউন্সে সংশোধন করা হয় মহার্ঘ ভাতার ভিত্তিতে। বর্তমানে ২৭, ১৮, ৯ শতাংশ হারে এইচআরএ পান সরকারি কর্মীরা। খবরে প্রকাশ, বাড়ি ভাড়া ভাতার পরবর্তী সংশোধনীতে সর্বোচ্চ ৩ শতাংশ বৃদ্ধি হতে পারে। সর্বাধিক এইচআরএ হার ২৭ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করা হতে পারে। যাদের ভাতা ১৮ শতাংশ তারা ২০ শতাংশ হারে এইচআরএ পাবেন।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved