Home Bengal বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বড় দুর্ঘটনা, জখম ৩ খুদে

বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বড় দুর্ঘটনা, জখম ৩ খুদে

by Mahanagar Desk
28 views

মহানগর ডেস্ক: বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে ঘটলো দুর্ঘটনা।গুরুতর জখম ৩ পড়ুয়া বোমা ফেটে। তারা কার্যত ঝলসে গিয়েছে। মুর্শিদাবাদের ফরাক্কায় ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।তাদের হাসপাতালে চিকিৎসা চলছে।ইতোমধ্যেই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।

সূত্রের খবরে জানা গিয়েছে, একটি শিশু শিক্ষাকেন্দ্র রয়েছে ফরাক্কা থানার ইমামনগরের শংকরপুরে।এদিন সকালে অন্যান্য দিনের মতোই স্কুলে যায় খুদেরা।রান্না হয় পড়াশোনার পাশাপাশি। কচিকাঁচারা খিচুড়ি নিয়ে বাড়ি ফিরছিল।এরপর তাঁরা একটি ব্যাগ পড়ে থাকতে দেখে স্কুলের অদূরেই। ফলে স্বাভাবিকভাবেই এগিয়ে যায় তাঁরা। এরপরেই ঘটে বিপত্তি।ব্যাগের ভিতরে থাকা বোমাকে বল ভেবে খেলতে যায় তাঁরা।বোমা বিকট শব্দে ফেটে যায়।এলাকা কেঁপে ওঠে বিস্ফোরণের তীব্রতায়।

এরপর তিন পড়ুয়া ঝলসে যায়। তাঁদের নাম এহিদিনা পারভিন,মেহমুদা খাতুন,ওয়াসিম শেখ। ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় ঘটনাকে কেন্দ্র করে। জঙ্গিপুর হাসপাতালে তড়িঘড়ি খুদেদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।তাদের সেখানেই চিকিৎসা চলছে।এভাবে বোমা এল কীভাবে স্কুল চত্বরে, এর নেপথ্যে কে বা কারা,পুলিশ তা জানতে তদন্ত শুরু করেছে।

You may also like