Home Bengal কোটি টাকার ‘মালিক’ দিলীপ ঘোষ! 

কোটি টাকার ‘মালিক’ দিলীপ ঘোষ! 

by Mahanagar Desk
41 views

মহানগর ডেস্ক: বঙ্গ রাজনীতিতে “দুর্মুখ” বলে খ্যাতি আছে দিলীপ ঘোষের। এবার তাঁর নামের পাশে “কোটিপতি” তকমা লেগে গেল। বঙ্গ রাজনীতিতে একটা বড় নাম দিলীপ ঘোষ। যিনি নিজের চেনা ময়দান মেদিনীপুর ছেড়ে এবার লড়াই করছেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে। বুধবার তিনি নিজের কেন্দ্রে মনোনয়ন জমা দিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। তাতেই স্পষ্ট হয়েছে দিলীপ ঘোষ মোট কত টাকার মালিক? কত সম্পত্তি রয়েছে তাঁর?

হলফনামায় দিলীপ ঘোষ জানিয়েছেন, তাঁর মোট চারটি সেভিংস অ্যাকাউন্টে জমা রয়েছে ১৯ লক্ষ ৯৪ হাজার ৫১৩ টাকা। তাছাড়াও আরও একটি সেভিংস একাউন্ট রয়েছে দিলীপ ঘোষের। যদিও সেখানে কোনও অর্থ জমা নেই।। এছাড়াও দিলীপবাবু নির্বাচনী হলফনামায় জানিয়েছেন, তার কাছে এই মুহূর্তে নগদ অর্থ রয়েছে সাড়ে তিন লক্ষ টাকা।দিলীপ ঘোষেরনামে কোনও নিজস্ব গাড়ি না থাকার বিষয়টি অবাক করছে অনেকেই। যদিও স্থাবর, অস্থাবর মিলিয়ে কোটি টাকার বেশি সম্পত্তি রয়েছে তার কাছে।

দিলীপ ঘোষের ১.৮৮ একর চাষযোগ্য জমি রয়েছে। যে জমির বর্তমান বাজার মূল্য ৪০ লক্ষ টাকা। উত্তরাধিকার সূত্রে তিনি যে কুলিয়ানায় ৮০০ বর্গফুটের বাড়ি পেয়েছেন, তার বাজার মূল্য ৩ লক্ষ টাকা। অন্যদিকে তার নামে লেদার কমপ্লেক্সে ৩৪৮৩ বর্গফুটের যে ফ্ল্যাট রয়েছে, তার বর্তমান বাজার মূল্য ৯৯ লক্ষ টাকা। আর এই সমস্ত কিছু মিলিয়ে দিলীপ ঘোষের মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৪২ লক্ষ টাকা।

অন্যদিকে সমস্ত কিছু মিলিয়ে দিলীপ ঘোষের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪০ লক্ষ ৪৫ হাজার ৫৮৯ টাকা। যা অবশ্য তার স্থাবর সম্পত্তির থেকে অনেক কম। পাশাপাশি তার নামে ৫০ লক্ষ টাকার ঋণ রয়েছে একটি রাষ্ট্রায়ত্ব ব্যাংকে।

নির্বাচনী হলফনামায় দিলীপ ঘোষ জানিয়েছেন তাঁর শিক্ষাগত যোগ্যতার কথা। সেখানে তিনি উল্লেখ করেছেন, ১৯৮০ সালে তিনি মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর তিনি ভর্তি হন ঝাড়গ্রাম আইটিআই’য়ে। ১৯৮২ সালে তিনি আইটিআই পাস করেন। এরপর ১৯৮৩ সালের অল ইন্ডিয়া ট্রেড টেস্টেও তিনি উত্তীর্ণ হন।

ভোট দেওয়ার আগে জেনে রাখুন নিজের কেন্দ্রের প্রার্থীর সমস্ত তথ্য। দিলীপ ঘোষ বরাবরই চাঁচাছোলা মন্তব্য করতে ভালবাসেন। রাজনীতির বিশেষজ্ঞরা বলেন, এটাই নাকি তার স্বভাবসিদ্ধ ভঙ্গিমা। এটাই নাকি তার ইউএসপি। কড়া ভাষায় তিনি বিরোধীদের আক্রমণ করেন। আবার তার মুখের কড়া ভাষা নিয়ে চলে নানা রকম বিতর্ক। বিতর্কের জল গড়াতে গড়াতে পৌঁছয় থানা কিংবা আদালত পর্যন্ত। দিলীপ ঘোষের বিরুদ্ধে মামলার তালিকা বেশ দীর্ঘ।

রাজ্যের বিভিন্ন থানায় দিলীপ ঘোষের নামে মামলা রয়েছে। দিলীপ ঘোষের নামে মামলা রয়েছে বিধাননগর এমপি-এমএলএ কোর্টেও। সেই তালিকাও বেশ লম্বা। রাজ্যের বিভিন্ন থানা মিলিয়ে দিলীপ ঘোষের নামে মোট মামলা রয়েছে ১৭টি। যার মধ্যে মামলা রয়েছে দুর্গাপুর থানা এবং দুর্গাপুর কোকওভেন থানাতেও। অন্যদিকে বিধাননগর এমপি-এমএলএ কোর্টে দিলীপ ঘোষের বিরুদ্ধে মামলা রয়েছে ১১ টি।
এক সময়ের সংঘ কর্মী এখন কোটিপতি, শুধু বামেদের সম্পত্তি দেখলেই সমালোচনা দিলীপ ঘোষের সম্পত্তির পরিমাণ জেনে এই মন্তব্য করেছেন এক বাম শ্রমিক নেতা, তবে তিনি নাম প্রকাশ করতে চাননি।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved