Home Sports News IPL 2024: গৌতম গম্ভীরের ‘ঘরে ফেরা’, KKR-র ফ্রাঞ্চাইজির বড় দায়িত্ব নিলেন

IPL 2024: গৌতম গম্ভীরের ‘ঘরে ফেরা’, KKR-র ফ্রাঞ্চাইজির বড় দায়িত্ব নিলেন

by Ritika Chakraborty
33 views

স্পোর্টস ডেস্ক: ভারতীয় দলের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর আবারও যুক্ত হলেন আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে। কেকেআর পরের মরশুমে গম্ভীরকে মেন্টর হিসেবে নিযুক্ত করল। কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর বুধবার গম্ভীরের যোগদানের খবর নিশ্চিত করেছেন। এর আগে নাইট বাহিনীর অধিনায়ক হিসেবে ছিলেন গৌতম গম্ভীর। তাঁর নেতৃত্বে দুই বছর (২০১২ এবং ২০১৪ সালে) কেকেআর আইপিএল চ্যাম্পিয়নও হয়েছিল। এবারও কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে দলকে চ্যাম্পিয়ন করার দিকে নজর দেবেন গম্ভীর।

শুধু দুইবারের চ্যাম্পিয়নই নয় গম্ভীরের অধীনে কেকেআর পাঁচবার প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করেছে এবং ২০১৪ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছেছে।আবারও কেকেআরে ফিরে এসে গম্ভীর বললেন, “আমি আবেগপ্রবণ ব্যক্তি নই এবং অনেক কিছুই আমাকে নাড়া দেয় না। কিন্তু এটা আলাদা অনুভূতি। যেখানে সব শুরু হয়েছিল সেখানেই ফিরে আসা। আজ আবার বেগুনি ও সোনালি জার্সির কথা ভাবতেই আমার গলা বন্ধ হয়ে আসছে এবং হৃদয়ে আগুন জ্বলছে। আমি শুধু কেকেআরেই নয়, সিটি অফ জয়েও প্রত্যাবর্তন করছি। আমি ফিরে এসেছি, আমি ক্ষুধার্ত. আমি নম্বর- ২৩। আমি কেকেআর।”

কেকেআর-এর মালিক শাহরুখ খান গৌতম গম্ভীরের ফিরে আসায় উচ্ছ্বসিত। ফ্র্যাঞ্চাইজিতে গম্ভীরকে স্বাগত জানিয়ে শাহরুখ খান বলেছেন, “তিনি সব সময় পরিবারের একজন অংশ ছিলেন এবং আমাদের অধিনায়ক একজন পরামর্শদাতার মতো আলাদা অবতারে ফিরে আসছেন। খুব মিস করেছি এবং এখন আমাদের ফোকাস চন্দ্রকান্ত স্যার, গম্ভীরের মেন্টরশিপ এবং খেলাধুলার দিকে। এই দুজন মিলে কেকেআরের দলের জন্য জাদু তৈরি করবে।”

You may also like