Home Bengal অধীরের গড় থেকে মমতাকে আক্রমণ, বহরমপুরে নড্ডার গলায় ‘জয় বাংলা’ স্লোগান!

অধীরের গড় থেকে মমতাকে আক্রমণ, বহরমপুরে নড্ডার গলায় ‘জয় বাংলা’ স্লোগান!

by Mahanagar Desk
25 views

মহানগর ডেস্ক : রবিবার বাংলায় প্রথম নির্বাচনী জনসভা করতে এসে কংগ্রেস–তৃণমূলকে একই আসনে বসিয়ে আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। রবিবার বহরমপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে এসে রাজ্য থেকে তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দিলেন জেপি নাড্ডা। তবে ভাষণ শেষে তিনি বললেন,  “জয় বাংলা”। ইদানীং বিজেপির “জয় শ্রীরামে”র পাল্টা হিসাবে তৃণমূল ” জয় বাংলা”, স্লোগান দিচ্ছে। এবার সেই স্লোগান জেপি নাড্ডার গলায়! ভোট যে বড় বালাই সেটা আবারও প্রমাণ হল।

রবিবার, বহরমপুর লোকসভার বড়ঞা বিপ্রশেখর অঞ্চলের জালিবাগান মাঠে জেপি নড্ডা প্রায় ২৩ মিনিট বক্তব্য রাখেন। দুর্নীতি থেকে সন্দেশখালি, কেন্দ্রের প্রকল্পে বাধা থেকে কাটমানি, এসএসসি নিয়োগ দুর্নীতি—-যাবতীয় প্রসঙ্গই ছুঁয়ে গিয়ে রাজ্য সরকারের দিকে একের পর এক আক্রমণ শানান তিনি। বস্তুত, ২৩ মিনিটের ভাষণের সিংহভাগটাই বিজেপি সভাপতি বিঁধেছেন তৃণমূলকে। খানিক আক্রমণ করলেন কংগ্রেসকেও। প্রসঙ্গত, একই দিনে নড্ডার দ্বিতীয় সভা করেন নদিয়ার বগুলা আইটিআই কলেজ মাঠে। সেখান থেকেও তিনি তৃণমূলের দুর্নীতি প্রসঙ্গ তুলে ধরে যেমন তৃণমূলের সমালোচনা করেন তেমনই সিপিএম, কংগ্রেস, তৃণমূলকে একই বন্ধনীতে রেখে বক্তব্য রাখেন। পাশাপাশি বলেন, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশ বন্ধ করে দেওয়া হবে। জেপি নাড্ডা বলেন, “পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা। মা-মাটি-মানুষ স্লোগান দিয়ে তিনি ক্ষমতায় এসেছিলেন। অথচ এখন বাংলায় মহিলাদের কোনও সম্মান, সুরক্ষা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহানকে আড়াল করার চেষ্টা করেছিলেন। এখানে শিক্ষিত বেকারদের চাকরি চুরি হয়। এটাই কি মমতা দিদির মা-মাটি-মানুষের বাংলা?”

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved