Home Bengal চোখের সামনেই বদলে গেল এটিএম কার্ড! সাহায্যের নামে প্রতারণা! সাবধান

চোখের সামনেই বদলে গেল এটিএম কার্ড! সাহায্যের নামে প্রতারণা! সাবধান

মানুষের বিশ্বাস নিয়ে ছেলেখেলা?

by Pallabi Sanyal
29 views

মহানগর ডেস্ক : প্রতারণার নয়া ফাঁদ! চোখের সামনেই বদলে গেল এটিএম কার্ড! উধাও টাকা! এমনই ঘটনা ঘটেছে সমুদ্র সৈকত দীঘায়। নিউ দীঘার ক্ষণিকা মার্কেটের এটিএমের ঘটনা। সেই এটিএম থেকে টাকা তুলতে গিয়েছিলেন দীঘা থানার অন্তর্গত জাতি মাটি গ্রামের বাসিন্দা নয়ন মাইতি।ওই যুবক বন্ধন ব্যাঙ্কের এটিএম কার্ডটি পাঞ্চ করতে থাকেন। সেই সময় পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি তাঁকে অনুসরণ করেন। পরবর্তীকালে ওই এটিএম থেকে টাকা না ওঠায় পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তি নয়নকে বলেন পুনরায় কার্ডটি পাঞ্চ করার জন্য। অপরিচিত ব্যক্তিটি তার থেকে এটিএম কার্ডটি নিয়ে টাকা তুলে দেওয়ার প্রতিশ্রুতি দেন। সেই সময়ই পাশে দাঁড়িয়েছিলেন নয়ন। পরবর্তীকালে পুনরায় কার্ডটি পাঞ্চ করতে গেলে তার থেকেও টাকা ওঠেনি। আর তার পরেই চোখের নিমেষেই নয়নের এটিএম কার্ডটি বদলে যায় হুবহু একই রকম দেখতে একটি নকল এটিএম কার্ডে। যা ঘুণাক্ষরেও টের পাননি নয়ন। সাদা চোখে বোঝারও কোনো উপায় নেই। এর পরই ব্য়াঙ্ক থেকে টাকা কেটে নেওয়ার মেসেজ নয়নের ফোনে ঢুকলে থানার দ্বারস্থ হন নয়ন।

প্রসঙ্গত, অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিটি দক্ষতার সাথে নয়নের এটিএম কার্ড বদলে দেন তারই চোখের সামনে। বিষয়টি বুঝতে পেরে দিঘা থানার দ্বারস্থ হয়ে অভিযোগ জানান নয়ন।তবে এভাবে টাকা হাতিয়ে নেওয়ায় কিছুটা অবাক হয়েছেন স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে মানুষজন। তাঁরা চাইছেন অবিলম্বে দুষ্কৃতীদের কার্যকলাপ যেন বন্ধ হয়। না হলে দিঘার মতো জায়গায় মানুষরকে সমস্যায় পড়তে হবে। সেখানে প্রতিদিন আসেন বহু মানুষ। আর এই অজানা মানুষজন প্রতারণার শিকার হলে তাঁদের বিশ্বাস উঠতে পারে, আশঙ্কা করা হচ্ছে এমনটাই।

এটিএম কার্ডে টাকা না ওঠায় অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির দ্বারস্থ হয়েছিলেন নয়ন। আর সেই সুযোগেই বড়সড় কোপ মারলেন ওই ব্যক্তি। মানুষের বিশ্বাস নিয়ে ছেলেখেলা? এরপর তো মানুষের ওপর থেকে বিশ্বাসই উঠে যাবে মানুষের। সাবধান থাকুন। ফাঁদে পড়লে পুলিশের দ্বারস্থ হন।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved