Home National টার্গেট কৃষক ভোট? পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার কেন্দ্রের

টার্গেট কৃষক ভোট? পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার কেন্দ্রের

গত বছর ডিসেম্বর মাসে পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা লাগু করেছিল কেন্দ্র।

by Pallabi Sanyal
26 views

মহানগর ডেস্ক : লোকসভা নির্বাচনের আবহে পেঁয়াজ চাষী ও ব্যবসায়ীদের স্বস্তি দিল মোদী সরকার! দেশের বাজারে যাতে ঘাটতি না পড়ে, তার দিকে তাকিয়ে গত বছর ডিসেম্বর মাসে পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা লাগু করেছিল কেন্দ্র। সেই নিষেধাজ্ঞা এবার প্রত্যাহার করে নেওয়া হল। নজরে কি তবে কৃষক ভোট?

মূলত, পেঁয়াজের চাষ মহারাষ্ট্রে হয়ে থাকে। আর সেই পেঁয়াজ চাষি ও ব্যবসায়ীদের খানিকটা স্বস্তি দিয়ে এবার পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা তুলল কেন্দ্র। ৬ প্রতিবেশী দেশে সহ বহু দেশে এই পেঁয়াজ রফতানি করা হবে বলে জানানো হয়েছে। যে সমস্ত দেশে ভারতের পেঁয়াজ যাবে, তারমধ্যে রয়েছে বাংলাদেশ, আরব আমিরশাহি সহ বহু দেশ।বাংলাদেশ, আরব আমিরশাহি, শ্রীলঙ্কা, ভুটান, বাহারিন, মরিশাস, এই ৬ প্রতিবেশী দেশে এবার পেঁয়াজ রফতানি করবে ভারত। এছাড়াও আরও ২ হাজার টন সাদা পেঁয়াজ আলাদা করে চাষ করা হচ্ছে, মধ্যপ্রাচ্য ও কিছু ইউরোপীয় দেশে রপ্তানির জন্য।

ক্রেতা বিষয়ক মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ন্যাশনাল কো অপারেটিভ এক্সপোর্ট-এর তরফে এই দেশগুলিতে পেঁয়াজ রপ্তানির উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গিয়েছে লোয়েস্ট কোটেড দরে এই পেঁয়াজ রফতানির উদ্যোগ নেওয়া হয়েছে।এনসিইএর তররফে ১০০ শতাংশ অ্যাডভান্সের টাকা নিয়েই তবে এই দেশগুলিতে সেখানের সরকার নির্ধারিত এজেন্সির কাছে পাঠানো হচ্ছে পেঁয়াজ।

উল্লেখ্য, ২০২৩-২৪ সালে দেশে খরিফ ফসল চাহিদা অনুযায়ী উৎপাদন না হওয়ায় পেঁয়াজের রপ্তানি বন্ধ করে ভারত। যার জেরে আন্তর্জাতিক বাজারে চাহিদা বাড়ে। সেই সময় দেশে পেঁয়াজের জোগান ঠিক রাখতে বাইরের দেশগুলিতে পেঁয়াজ পাঠানো বন্ধ করেছিল কেন্দ্র। নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় খুশি মহারাষ্ট্র সরকারও।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved