Home Bengal রাজ্যপালের বিরুদ্ধে রাজ্যকে সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ অভিষেকের

রাজ্যপালের বিরুদ্ধে রাজ্যকে সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ অভিষেকের

by Mahanagar Desk
13 views

মহানগর ডেস্ক: শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে। এই অভিযোগকে কেন্দ্র রাজ্য রাজনীতি তোলপাড়। এদিকে এই অভিযোগের পর প্রকাশ্যে এসেছে রাজভবনের সিসিটিভি ফুটেজ। এই ইস্যুতেই শুক্রবার সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজভবনের দিকে আঙুল তুলে তিনি জানালেন, “ওই সিসিটিভি ফুটেজ প্রকাশ করে ওই নির্যাতিতা মহিলাকে আরও বেশি অপমান করা হয়েছে।” পাশাপাশি এই ঘটনায় রাজ্যকে রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ারও পরামর্শ দিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী।
এদিকে রাজ্যপাল সিভি আনন্দের বিরুদ্ধে শ্লীলতাহানি অভিযোগ সংক্রান্ত জনস্বার্থ মামলা বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে খারিজ হয়ে গিয়েছে। পাশাপাশি এই ইস্যুতে পুলিশি তদন্ত যাতে না হয় তার জন্য রাজ্যপালের সাংবিধানিক অধিকার স্মরণ করিয়ে মুখ্যসচিবকে কড়া চিঠিও লিখেছেন খোদ রাজ্যপাল। এই পরিস্থিতিতে রাজ্যপালের বিরুদ্ধে রাজ্যকে সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ দিলেন অভিষেক। তৃণমূলের সেনাপতি বলেন, ”ওনার এত ভয় কেন? যে সিসিটিভি ফুটেজ দেখানো হয়েছে তাতে ওই মহিলাকে আরও অপমান করা হয়েছে। শ্লীলতাহানির শিকার হওয়া এক মহিলা কাঁদতে কাঁদতে যাচ্ছে পুলিশের কাছে। সেই ভিডিও আপনি দেখাচ্ছেন? আপনার ক্ষমতা থাকলে আপনি রাজভবনের করিডরের ভিডিও দেখান। আপনার চেম্বার থেকে যখন বেরিয়েছে সেই ভিডিও দেখান। সিসিটিভি ফুটেজ প্রকাশ করে আপনি ওই মহিলাকে অপমান করছেন কারণ আইনে আপনার বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া যায় না বলে।”

অভিষেক এরপর বলেন, ”আমার বিরুদ্ধে অভিযোগ উঠলে আমি পুরোটা সামনে আনব। উনি যেটা করেছেন সেটা নাটক। উনি বলেছেন তৃণমূলের কাউকে রাজভবনে ঢুকতে দেব না। আরে বাংলার কেউ ওই ভবনে ঢুকবে না যতদিন আপনি ওই পদে আছেন। আপনি ওই পদের কলঙ্ক। এর আগেও জগদীপ ধনকড় রাজ্যপাল ছিলেন। তাঁর ভূমিকাও আমরা দেখেছি। কিন্তু চাকরি দেওয়ার নাম করে মেয়ের বয়সি একজনের শ্লীলতাহানি করছেন? এমন ঘটনা কোথাও দেখিনি। আমি মনে করি রাজ্যের উচিৎ রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়া।”

ক্ষুব্ধ অভিষেক বলেন, “অন্যায় করে থাকলে আপনি স্বীকার করুন। ক্ষমা চাইলে কেউ ছোট বড় হয়ে যায় না। আপনার দ্বারা যদি ভুল হয়ে যায় ক্ষমা চান। এত ঔদ্ধত্য কেন? নিজের ঔদ্ধত্য কায়েম রাখতে সেই মেয়েটিকে আরও বেশি অপমান করা হচ্ছে।” জাতীয় মহিলা কমিশনকে নিশানা করে অভিষেক বলেন, “এমনকী এই ঘটনায় জাতীয় মহিলা কমিশন ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও মেয়েটির খোঁজটুকু নেয়নি। ওটা বিজেপি কমিশন অফ ওম্যান হয়ে গেছে। সবকটা স্বশাসিত সংস্থাকে বিজেপি নিজেদের করায়ত্ব করে রেখেছে। এই ঘটনা সেটা আরও একবার প্রমাণ করল।”

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved