মহানগর ডেস্ক: পুজোর ছুটিতে দুই বন্ধু মিলে আজ নবমীর দিন সকালে রওনা দিয়েছিল দিঘার উদ্দেশ্যে। সমুদ্র সৈকত দেখবে বলেই দুজনে চারচাকা নিয়ে বেরিয়ে পড়েছিল, হাওড়া থেকে মেদিনীপুর যাবে বলে। কিন্তু আর দেখা হল না সমুদ্র। মাঝ পথে ভয়াবহ দুর্ঘটনায় (Road Accident) প্রাণ হারাল আন্দুলের দুই যুবক।
জানা গিয়েছে, আজ মঙ্গলবার সকালে দুই বন্ধু একটি গাড়িতে করে দিঘার উদ্দেশ্যে বেরিয়েছিলেন। তারপর মাঝ পথে মারিশদা ভাঁইটগড় বাসস্ট্যাণ্ড সংলগ্ন এলাকায় হঠাৎই একটি পণ্য বোঝাই লরি পিছনে ধাক্কা মারে ওই গাড়িটিতে। আর তাতেই দুমড়ে মুচড়ে যায় ওই গাড়িটি। এই ঘটনার জেরে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন।
দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন মারিশদা থানার ওসি সৌমেন গুহ নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ গিয়ে ঘাতক লরি এবং ড্রাইভারকে আটক করে। তার সঙ্গে দুই বন্ধুকে উদ্ধার করে নিয়ে যায় কাঁথি হাসপাতালে। ব্যাপক প্রভাব পড়ে যান চলাচলে এলাকাজুড়ে স্থানীয়দের মধ্যে হৈচৈ পড়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লরিটি এত জোরে এসেই ধাক্কা মারে ওই দুই যুবকের গাড়িতে যে গাড়িটি পুরোপুরি দুমড়ে মুছে গিয়েছে। যার ফলেই গাড়ির মধ্যে থাকা এক যুবক খুব জোরেই চিৎকার করে উঠেছিল।
কাঁথি হাসপাতালে হাওড়া দুই যুবককে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই মৃত্যুর খবর জানিয়ে দেওয়া হয়েছে দুই যুবকের বাড়িতে। হাওড়ায় তাঁদের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। পুজোর মধ্যে দুই পরিবারের সন্তানের মৃত্যুর খবর মেনে নিতে পারছেন না বাড়ির কেউই।