Home National বছরের শেষে দিঘা-মন্দারমণিতে রীতিমতো উপচে পড়া ভিড়! বুকিং- এ নয়া বিপত্তি

বছরের শেষে দিঘা-মন্দারমণিতে রীতিমতো উপচে পড়া ভিড়! বুকিং- এ নয়া বিপত্তি

হোটেল মালিকরাও দামের কোপ বসাচ্ছে এই সুযোগে।

by Mahanagar Desk
40 views

মহানগর ডেস্ক: সাধারণ মানুষ বছরের শেষ এবং নতুন বছরের শুরুকে আহ্বান জানানোর জন্য রীতিমতো মুখিয়ে। এদিকে দিঘা-মন্দিরমণিতে রীতিমতো উপচে পড়া ভিড় উইকেন্ড পড়ার কারণে। আর হোটেল মালিকরাও দামের কোপ বসাচ্ছে এই সুযোগে। শুধু তাই নয়, তিন দিনের বেশি না থাকলে হোটেলও মিলছে না, সাধারণ মানুষের একাংশের ক্ষোভ এমনটাই।

অনেকেই উৎসবের মাঝে কাছেপিঠে ঘুরে আসতে চাইছেন।অনেকেই উইকেন্ড এবং নিউ ইয়ার এই দুটি উৎসবের কথা মাথায় রেখে দৌড় লাগাচ্ছেন দিঘা এবং মন্দারমণিতে। কিন্তু, বিপত্তি হোটেল খুঁজতে গিয়ে।হোটেল মালিকদের একাংশ আবার জানিয়েছেন,তিন দিনের ওপরে বুকিং না করলে থাকতে দেওয়া যাবে না। শনিবার রাতে বেলঘরিয়ার বাসিন্দা কস্তুরী নাগ পরিকল্পনা করেছিলেন পরিবারের সঙ্গে দিঘা যাবেন বলে। রবিবার রাতে ফেরার কথা। কিন্তু, রীতিমতো নাকানি চোবানি খেতে হয় তাঁদের হোটেল খুঁজতে গিয়ে।কারণ, এত অল্প সময়ের জন্য হোটেল ভাড়া দিতে রাজি হননি বেশিরভাগ হোটেলই। লেকটাউনের বাসিন্দা অর্ণব ভট্টাচার্যের কণ্ঠেও কিছুটা একই অভিযোগ শোনা গেল। তিনিও সেই একই অভিযোগ করেন।

দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের এক্সিকিউটিভ অফিসার সৈকত হাজরা এই প্রসঙ্গে আশ্বাস দিয়ে বলেন, ‘এই ধরনের সমস্যায় যদি পর্যটকেরা পড়েন সেক্ষেত্রে ৭৫০১২৯৫০০১ হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে অভিযোগ খতিয়ে দেখা হবে। শুধু তাই নয়, হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদের তরফে কোনও ভুল পাওয়া গেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

You may also like